পদ্মা সেতুর নামে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের মাঝে উদ্বোধন হবে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। দুই ম্যাচের এই সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 02:16 PM
Updated : 15 June 2022, 02:16 PM

সিরিজটির সহযোগী স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ওয়ালটন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ, প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন থেকে। পরদিন উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু।

২০১৮ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।