তৃষ্ণা-তাহিনের দ্যুতিময় বোলিংয়ের পর ১৬ বলেই জয়

বল হাতে আলো ছড়ালেন ফারিহা তৃষ্ণা ও তাহিন তাহেরা। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল মিরপুর প্রমীলা ক্রিকেট ক্লাব। গুঁড়িয়ে গেল পঞ্চাশের আগেই। ছোট লক্ষ্য তাড়ায় কোনো উইকেট না হারিয়েই তৃতীয় ওভারে জয়ের বন্দরে পৌঁছে গেল কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2022, 02:46 PM
Updated : 13 June 2022, 05:52 PM

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার ১০ উইকেটে জিতেছে কেরানীগঞ্জ। প্রতিপক্ষকে ৩২ রানে গুটিয়ে দিয়ে তারা জয় তুলে নেয় ২.৪ ওভারেই।

মিরপুর প্রমীলাকে ধসিয়ে দেওয়া পেসার তৃষ্ণা ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। তাহিনের শিকারও চারটি, স্রেফ ৫ রান দিয়ে। পরে ১২ রানে অপরাজিত থেকে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মিরপুর প্রমীলা। তাদের হয়ে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি কোনো ব্যাটার। ৫ রানও পার করতে পারেননি কেউ।

তাদের ইনিংসে সর্বোচ্চ ১৪ রান এসেছে অতিরিক্ত থেকে। তা না হলে ২০ রানও পার করা হতো না দলটির।

রান তাড়ায় আগ্রাসী শুরু করেন গজালা নাজ ও তাহিন। এক ছক্কা ও ২ চারে ৮ বলে ১৭ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজ। ২ চারে ৮ বলে তাহিন করেন ১২।

সংক্ষিপ্ত স্কোর:

মিরপুর প্রমীলা ক্রিকেট ক্লাব: ২৯ ওভারে ৩২ (আমেনা ০, প্রেমা ৫, পাপিয়া ৫, জনি ১, সাদিয়া ০, শারমিন ১, মাসুমা ১, জসি ০, ইয়াসমিন ৩, মৌসুমি ১, ঝুমুর ১*; তৃষ্ণা ৮-৩-৯-৪, সামান্থা ৩-১-১১-০, ঝুমুর ১০-৮-২-০, তাহিন ৭-৪-৫-৪, কামরুন ১-০-৩-০)

কেরানীগঞ্জ: ২.৪ ওভারে ৩৪/০ (নাজ ১৭*, তাহিন ১২*; শারমিন ১.৪-০-২০-০, ইয়াসমিন ১-০-১৪-০)

ফল: কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: তাহিন তাহেরা

বিকেএসপি-ইন্দিরা রোড

১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া রাবেয়া খান। ছবি: বিসিবি।

দারুণ বোলিংয়ে ইন্দিরা রোডকে একশর আগে গুটিয়ে দেওয়ার পথে বড় অবদান রাখলেন রাবেয়া খান। পরে চমৎকার ইনিংসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে সহজ জয় এনে দিলেন ইভা।

বিকেএসপির এক নম্বর মাঠে বিকেএসপির জয় ৭ উইকেটে। প্রতিপক্ষের ৯৫ রান তারা পেরিয়ে যায় ১৯ ওভারেই।

১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়া রাবেয়া খান জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

টস হেরে ব্যাটিংয়ে নামা ইন্দিরা রোডের শুরুটা খারাপ হয়নি। একটা সময় তাদের রান ছিল ১ উইকেটে ৬৭। এরপর বালির বাঁধের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। শেষ ৯ উইকেট হারায় তারা স্রেফ ২৮ রানে।

দলটির হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার জামিলা আক্তার রুমি। তার ৬২ বলের ইনিংসে ২ ছক্কার সঙ্গে চার চারটি। আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। দলটির পাঁচ ব্যাটারই আউট হন শূন্য রানে।

জবাব দিতে নেমে উন্নতি আক্তার ও ইভার উদ্বোধনী জুটিতে ৫১ রান পায় বিকেএসপি। উন্নতি ৩ চারে ২৫ রান করে আউট হলেও দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন ইভা। ৫ চারে ৪৩ রান করেন এই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর:

ইন্দিরা রোড: ৪০.৩ ওভারে ৯৫ (হালিমাতুল সাদিয়া ৩, জামিলা ৪৭, মিম ৭, নুসরাত ৮, সুমাইয়া ৯*, মুন্নি ০, সাদিয়া আনোয়ার ০, নিশিতা ০, পারভিন ০, ফেরদৌসি ০, শ্রাবণী ২; মারুফা ১০-২-১৬-৩, ফাহমিদা ২-০-১৩-০, ফারজানা ৫-১-৯-০, অর্থি ১.৩-০-৩-১, দিপা ৫-১-১৪-০, রাবেয়া খান ১০-৩-১৮-৪, রাবেয়া খাতুন ৪-০-৬-০, দিতি ৩-০-৮-১)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান: ১৯ ওভারে ৯৩/৩ (উন্নতি ২৫, ইভা ৪৩*, ফাহমিদা ০, সুমাইয়া ৯, রাবেয়া খান ৫*; ফেরদৌসি ৩-০-১৯-০, পারভিন ৪-০-১৮-০, নিশিতা ২-০-১৭-০, শ্রাবণী ১-০-৭-০, হালিমাতুল সাদিয়া ৩-১-১২-১, নুসরাত ২-০-৬-১, মুন্নি ২-০-১০-১, সাদিয়া ২-০-৭-০)

ফল: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: রাবেয়া খান

সিটি ক্লাব-বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি

৬২ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাবেয়া হায়দার ঝিলিক। ছবি: বিসিবি।

বোলারদের সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে অল্পতেই থামিয়ে দিল সিটি ক্লাব। পরে রুবাইয়া হায়দার ঝিলিকের ফিফটিতে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপিকে হারিয়ে দিল দলটি।

বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবের জয় ৭ উইকেটে। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় তারা জয়ের বন্দরে পৌঁছে যায় ১৩৪ বল বাকি থাকতে।

২ ছক্কা ও ৭ চারে ৫৮ রানের ইনিংস খেলে ওপেনার ঝিলিক জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। সিটি ক্লাবের আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৫ চারে ৩৪ রান।

টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপিকে ভালো শুরু এনে দেন আফিয়া আনাম। ৭ চারে ৩০ রান করেন এই ওপেনার।

চারে নেমে ৩ চারে ৩৫ রান করেন মাহমুদা মাহি। আর কেউ পার করতে পারেননি ২০ রানও।

সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লেকি চাকমা। দুটি করে প্রাপ্তি মুরশিদা নাজনিন ও ফারজানা আক্তার কাকলির।

রান তাড়ায় ঝিলিক ও অচেনার উদ্বোধনী জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় সিটি ক্লাব। তাদের দুইজনের ৯৫ রানের জুটি ভাঙে ঝিলিকের বিদায়ে। কাজ শেষ করে আসতে পারেননি অচেনাও।

পরে আরেকটি উইকেট হারালেও দলকে সহজে জয়ের সীমানায় পৌঁছে দেন ফাতেমা আক্তার ও লেকি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি: ৪৯ ওভারে ১২৪ (আফিয়া ৩০, আয়েশা ৭, আতিকা ৫, মাহমুদা ৩৫, পান্না ০, ইসমত ০, তিথি ৩, আয়েশা ১৫, পূজা ১, লিলি ১, রূপা ১৭*, সুরাইয়া ১০-১-৩৫-১, ফাতেমা ১০-৫-৯-১, মুরশিদা ১০-২-২৭-২, কাকলি ১০-১-২৯-২, লেকি ৯-২-২৩-৩)

সিটি ক্লাব: ২৭.৪ ওভারে ১২৫/৩ (অচেনা ৩৪, ঝিলিক ৫৮, কাকলি ২, ফাতেমা ১৩*, লেকি ৭*; পান্না ১-০-৮-০, তিথি ৯.৪-১-৩৪-১, ইসমত ৩-০-১৩-০, রূপা ৫-০-২৭-০, পূজা ৬-০-২১-১, মাহমুদা ১-০-৮-০, লিলি ২-০-১৪-০)

ফল: সিটি ক্লাব ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: রুবাইয়া হায়দার ঝিলিক