মারুফার ৭ উইকেট, নাজের ঝড়ো ১২৩

বল হাতে জ্বলে উঠলেন মারুফা আক্তার। দুর্দান্ত বোলিংয়ে গুলশান ইয়ুথ ক্লাবকে একাই ধসিয়ে দিয়ে ৭ উইকেট তুলে নিলেন বিকেএসপির এই পেসার। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন গজালা নাজ। এই ওপেনারের সেঞ্চুরিতে সিটি ক্লাবকে উড়িয়ে দিল কেরানীগঞ্জ ক্রিকেট ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2022, 02:34 PM
Updated : 10 June 2022, 02:34 PM

বিকেএসপির এক নম্বর মাঠে শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মারুফার দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ৩৭ রানে গুটিয়ে দিয়ে তারা জয় তুলে নেয় ৯.৫ ওভারেই।

কেরানীগঞ্জেরও জয় ১০ উইকেটে। তাদের বিপক্ষে ৯ উইকেটে ১৫৭ রান করে সিটি ক্লাব। নাজের ৩ ছক্কা ও ২০ চারে ৯০ বলে ১২৩ রানের ইনিংসে ১৩০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

আরেক ম্যাচে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপির জয় ১৬০ রানে। ২৫০ রানের পুঁজি নিয়ে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে তারা গুটিয়ে দেয় স্রেফ ৯০ রানে।

গুলশান ইয়ুথ-বিকেএসপি

টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় গুলশান ইয়ুথ ক্লাব। এরপর ব্যাটারদের আসা-যাওয়ার ধারাবাহিকতা চলতেই থাকে। স্রেফ ১৯.৫ ওভার খেলতেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে একজন ব্যাটারই যেতে পারেন দুই অঙ্কে, শাহনাজ পারভিন করেন ২ চারে ২২ রান। বাকিদের মধ্যে ৫ রানও পার করতে পারেননি কেউ।

রানের খাতা খুলতে পারেননি ৮ ব্যাটারই। শেষ ব্যাটার মোরশেদা খাতুন ৬ বল খেলে শূন্য রানে ছিলেন অপরাজিত।

গুলশান ইয়ুথ ক্লাবকে গুঁড়িয়ে দেওয়া মারুফা ৯ ওভারে ৩ মেডেনসহ ১৫ রান দিয়ে নেন ৭ উইকেট। ম্যাচের সেরা তিনি ছাড়া আর কে!

রান তাড়ায় বিকেএসপিকে কোনো বিপদেই পড়তে দেননি উন্নতি আক্তার ও ইভা। এক চারে ২০ রান করেন উন্নতি, ইভা করেন কোনো বাউন্ডারি ছাড়া ১৫।

সংক্ষিপ্ত স্কোর:

গুলশান ইয়ুথ ক্লাব: ১৯.৫ ওভারে ৩৭ (আইভি ০, রিয়া ৫, নুজহাত ০, পারভিন ২২, রিমি ০, বৃষ্টি ০, আনিশা ০, মিশু ১, খাদিজা ০, ফাতেমা ০, মোরশেদা ০*; মারুফা ৯-৩-১৫-৭, ফাহমিদা ৩-১-৯-০, নিশিতা ৩-১-৯-১, রাবেয়া ৪.৫-২-৩-১)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান: ৯.৫ ওভারে ৩৮/০ (উন্নতি ২০*, ইভা ১৫*; রিয়া ৩-০-১৬-০, আনিশা ৪.৫-০-১৮-০, খাদিজা ২-০-৪-০)

ফল: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: মারুফা আক্তার

সিটি ক্লাব-কেরানীগঞ্জ

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা খারাপ হয়নি সিটি ক্লাবের। এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পথ হারায় দলটি।

সিটি ক্লাবের ৭ ব্যাটারই যান দুই অঙ্কে। কিন্তু কেউই খেলতে পারেননি বড় ইনিংস। তাতে পুঁজিও বড় হয়নি তাদের।

দলটির হয়ে ৪টি চারে সর্বোচ্চ ৩১ রান করেন ঝিলিক। ২০ রান পার করেন পারভিন খান (২৫) ও লেকি চাকমা (২৩*)।

কেরানীগঞ্জের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা ও তাহিন তাহেরা।

জবাব দিতে নেমে দ্রুত রান বাড়াতে থাকেন নাজ। তাকে কেবল সঙ্গ দিয়ে যান সুমি আক্তার। নাজের যখন ২৪ রান, তখনও রানের খাতা খুলতে পারেননি সুমি।

৪২ বলে ফিফটি স্পর্শ করেন নাজ। সুমির রান তখন ৩৩ বলে কেবল ১। এরপর আরও এগিয়ে যান নাজ। তাণ্ডব চালিয়ে সেঞ্চুরিতে পা রাখেন ৮৩ বলে।

তাদের দুইজনের অবিচ্ছিন্ন ১৬২ রানের জুটিতে সুমির অবদান মাত্র ৩২।

সংক্ষিপ্ত স্কোর:

সিটি ক্লাব: ৫০ ওভারে ১৫৭/৯ (অচেনা ১৪, ঝিলিক ৩১, সাদিয়া ১, পারভিন ২৫, ফাতেমা ৬, আসফিয়া ১০, মুরশিদা ১৬, শিবানি ০, লেকি ২৩, সুরাইয়া ৭, ফারজানা ১৪*; তৃষ্ণা ১০-০-২৩-৩, পিংকি ৪-০-২৩-০, ঝুমুর ১০-৩-২১-২, তামালিকা ৮-২-২৫-০, তাহিন ১০-১-৩৩-৩, মাকতুবা ৩-০-১২-০, ফারজানা ২-০-৭-০, নুসরাত ৩-০-১০-০)

কেরানীগঞ্জ ক্রিকেট ক্লাব: ২৮.২ ওভারে ১৬২/০ (সুমি ৩২*, গজালা নাজ ১২৩*; সুরাইয়া ৬-১-৩৫-০, লেকি ২-০-৯-০, ফাতেমা ১০-৩-৩৩-০, ফারজানা ৩.২-০-২৬-০, মুরশিদা ৪-০-৪২-০, পারভিন ৩-০-১৭-০)

ফল: কেরানীগঞ্জ ক্রিকেট ক্লাব ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: গজালা নাজ

বাংলাদেশ আনসার-ইন্দিরা রোড

আয়েশা আক্তার ও মাহমুদা মাহির ফিফটিতে বড় পুঁজি গড়ে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি। রান তাড়ায় কোনো লড়াই-ই করতে পারেনি ইন্দিরা রোড।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ৯১ রান করা আফিয়া ইরাকে দ্রুত হারায় বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি।

এক প্রান্ত আগলে রাখেন আয়েশা। তাকে সঙ্গে দেন মাহমুদা। তৃতীয় উইকেটে তাদের জুটিতে রান আসে ১০৪ বলে ১০২। এই দুই জনের প্রতিরোধ ভাঙে ৪ চারে ৭১ রান করা আয়েশার বিদায়ে।

কয়েক ওভার পর ফিরে যান ৫ চারে ৫৬ করা মাহমুদাও। পান্না ঘোষ করেন ৪ চারে করেন ৩৪ রান।

লক্ষ্য তাড়ায় ইন্দিরা রোডের হয়ে কেবল দুই ব্যাটার যেতে পারেন দুই অঙ্কে। ৩ চারে সর্বোচ্চ ২৯ রান করেন নুসরাত জাহান। ওপেনার জামিলা আক্তার ২ চারে করেন ২৩।

বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পান্না, ১৮ রান দিয়ে। দুটি করে প্রাপ্তি তিথি রানী সরকার ও মাহমুদার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি: ৫০ ওভারে ২৫০/৮ (আয়েশা ৭১, আফিয়া ইরা ১১, ইসমত ৪, মাহমুদা ৫৬, পান্না ৩৪, আতিকা ৮, আয়েশা ২২, তিথি ১৩, উর্মি ২*, লিলি ২*; পারভিন ১০-১-৩৩-১, কনা ৪-০-২৫-১, সাদিয়া ১০-১-২৯-১, শ্রাবণী ৫-০-৩২-০, নুসরাত ১০-০-৪৮-১, আলিফা ৪-০-২৯-০, হালিমা ৫-০-৩৩-১, মেঘলা ২-০-২০-০)

ইন্দিরা রোড: ৪৩ ওভারে ৯০ (হালিমা ৬, জামিলা ২৩, বিথি ০, নুসরাত ২৯, সুমাইয়া ২, আলিফা ৪, মেঘলা ০, কনা ১, সাদিয়া ২*, পারভিন ১, শ্রাবণী ০; তিথি ১০-৩-১৮-২, রূপা ৫-১-২১-০, আফিয়া ১০-১-২০-১, পান্না ১০-২-১৮-৩, লিলি ৩-১-২-০, আয়েশা ২-০-৩-১, মাহমুদা ৩-১-২-২)

ফল: বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি ১৬০ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: পান্না ঘোষ