শ্রীলঙ্কা দলকে জরিমানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা। দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2022, 01:42 PM
Updated : 10 June 2022, 01:42 PM

এক বিবৃতিতে শুক্রবার শ্রীলঙ্কা দলকে জরিমানা করার কথা জানায় আইসিসি। কলম্বোতে গত বুধবার হওয়া ম্যাচটি ৩ উইকেটে হারে স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১২৪ রান করে। পরে অস্ট্রেলিয়ার ইনিংসে দাসুন শানাকার নেতৃত্বাধীন দলটি নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে।

ফলে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তির ঘোষণা দেন। লঙ্কান অধিনায়ক শানাকা দায় শিকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

প্রথম টি-টোয়েন্টিতেও জিতেছিল সফরকারীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।