কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নতুন এক রেকর্ড গড়লেন বাবর আজম। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন তার। পাকিস্তান অধিনায়ক ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2022, 07:27 PM
Updated : 8 June 2022, 08:09 PM

মুলতানে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় ১০৭ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর।

অধিনায়ক হিসেবে হাজার রান পূর্ণ করতে এ দিন তার প্রয়োজন ছিল ৯৮ রান। ৯৬ থেকে চার মেরে সেঞ্চুরির পাশাপাশি হাজারের মাইলফলক স্পর্শ করেন তিনি।

হাজার ছুঁতে অধিনায়ক বাবরের লাগল স্রেফ ১৩ ইনিংস। সাবেক ভারত অধিনায়ক কোহলির লেগেছিল ১৭ ইনিংস। এবি ডি ভিলিয়ার্সের ১৮, কেন উইলিয়ামসনের ২০ ও অ্যালেস্টার কুকের ২১ ইনিংস লেগেছিল।

অধিনায়ক হিসেবে ১৩ ম্যাচে বাবরের সেঞ্চুরিই ৬টি! তার ওয়ানডে ক্যারিয়ার সেঞ্চুরির সংখ্যা এখন ১৭টি।