টানা তিন সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন বাবর

বাবর আজমের ব্যাটে রানের জোয়ার চলছেই। দুর্দান্ত পথচলায় পাকিস্তান অধিনায়ক করলেন আরেকটি ওয়ানডে সেঞ্চুরি। এতে তার নাম লেখা হয়ে গেল ইতিহাসের এমন এক পাতায়, যেখানে নেই আর কেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2022, 07:19 PM
Updated : 8 June 2022, 10:46 PM

মুলতানে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় ১০৭ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন বাবর।

এই সংস্করণে এটি তার টানা তৃতীয় সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন সেঞ্চুরির কীর্তি তিনি গড়লেন দুইবার।

মজার ব্যাপার, তার আগের টানা তিন সেঞ্চুরি এসেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৬ সালে তিন ম্যাচের সেই সিরিজে শারজাহতে প্রথম দুই ম্যাচে তিনি করেন ১২০ ও ১২৩ রান, আবু ধাবিতে শেষ ম্যাচে ১১৭। তার ক্যারিয়ারের প্রথম তিন সেঞ্চুরিই করেন টানা তিন ইনিংসে।

এবারের টানা তিন সেঞ্চুরির প্রথম দুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত মার্চ-এপ্রিলে লাহোরে সিরিজের শেষ দুই ম্যাচে তিনি খেলেন ১১৪ ও ১০৫ রানের ইনিংস।

এই সংস্করণে সবশেষ পাঁচ ইনিংসে বাবরের সেঞ্চুরি হলো ৪টি! ক্যারিয়ারে তার মোট ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা এখন ১৭টি। এর মধ্যে অধিনায়ক হিসেবে ১৩ ম্যাচেই ৬টি!

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় বাবরের ওপরে আছেন কেবল সাইদ আনোয়ার (২০টি)।

বাবরকে এখন হাতছানি দিচ্ছে টানা সেঞ্চুরির বিশ্বরেকর্ড। টানা চার ইনিংসে সেঞ্চুরির রেকর্ড কুমার সাঙ্গাকারার। ২০১৫ বিশ্বকাপে এটি করে দেখান শ্রীলঙ্কান গ্রেট।