মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2022 06:28 PM BdST Updated: 27 May 2022 06:29 PM BdST
মুমিনুল হকের ফর্ম নিয়ে প্রশ্ন বাংলাদেশ দলের প্রায় সব সংবাদ সম্মেলনেই এখন যেন অবধারিত। উত্তরটাও জানা। বোর্ড প্রধান হোক বা কোচ রাসেল ডমিঙ্গো, কিংবা সাকিব আল হাসানের মতো সিনিয়র ক্রিকেটার, সবাই সমর্থন জানিয়ে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। ডমিঙ্গো যেমন আরও একবার জানালেন আস্থা রাখার কথা। তবে মুমিনুল যে ভীষণ চাপে আছেন, এটা অবশ্য স্বীকার করে নিলেন বাংলাদেশ কোচ।
মুমিনুলের নিজের বাজে ফর্ম ও বাংলাদেশ দলের একের পর এক হার মিলিয়েই প্রশ্নগুলি উঠছে। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয়কে বাংলাদেশের ক্রিকেটে নতুন সময়ের সূর্যোদয় বলে মনে করা হচ্ছিল। কিন্তু আদতে আগের সেই আঁধার রয়েই গেছে।
ওই জয়ের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে উড়ে গেছে বাংলাদেশ, বাজেভাবে দুই টেস্ট হেরেছে দক্ষিণ আফ্রিকায়। এবার দেশের মাঠে সিরিজ হারতে হলো শ্রীলঙ্কার বিপক্ষেও।
দলের মতো মুমিনুলের পারফরম্যান্সেও একই ধারা যেন। মাউন্ট মঙ্গানুইয়ে ৮৮ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে ৯ ইনিংসে আর ফিফটি নেই। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করতে পেরেছিলেন, কিন্তু বাকি ৮ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। সব মিলিয়ে সবশেষ ১৫ ইনিংসের ১২টিতেই আউট হয়েছেন ১০ রান ছোঁয়ার আগেই।
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৯ রানে আউট হওয়ার পর সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছিলেন, “মুমিনুলের ফর্ম খারাপ নয়, সে স্রেফ রান যাচ্ছে না।” দ্বিতীয় ইনিংসে মুমিনুল আলগা শটে আউট হন শূন্য রানে।
এবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ ডমিঙ্গো মানলেন, মুমিনুলের সময়টা ভালো যাচ্ছে না।
“কোনো সংশয় নেই যে, সে চাপ অনুভব করছে। প্রত্যাশার ভার সে টের পাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে শুধু গত ২-৩ বছর নয়, ১০-১৫ বছর ধরেই ফলাফল ভালো হয়নি। এখানে অধিনায়ক সবসময়ই আতশি কাঁচের নিচে থাকে। কেউ যত কঠিন মানসিকতা ও সাহসীই হোক না, এসব চাপ তাকে দুর্বল করেই ফেলে সময়ের সঙ্গে।”
তবে সময়টা মুমিনুলের পক্ষে না থাকলেও ডমিঙ্গো তার পাশেই আছেন। অধিনায়কের ছন্দে ফেরার অপেক্ষায় আছেন কোচ।
“সে কঠিন মানসিকতার ছেলে, দুর্দান্ত ক্রিকেটার। আগেও যেমন বলেছি, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি তারই। ওর ওপর ভরসা রাখছি যে কোনো একটা পর্যায়ে ঘুরে দাঁড়াবে। ওর এখন প্রয়োজন একটু ফুরসত, যেখানে সে নিজের মতো করে বসে তরতাজা হয়ে ভাবতে পারে যে তার খেলা এখন ঠিক কোন জায়গায় আছে।”
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম