মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2022 07:11 PM BdST Updated: 27 May 2022 12:24 AM BdST
দল পারফর্ম করতে ভুগছে, অধিনায়ক নিজে ব্যাট হাতে ধুঁকছেন। মুমিনুল হককে নিয়ে প্রশ্নগুলি তাই আরও উচ্চকিত হতে শুরু করেছে। বাংলাদেশ অধিনায়কের জন্য পরিস্থিতিটা এখন ভীষণ কঠিন, মানছেন সাকিব আল হাসানও। তবে অধিনায়ক হিসেবে এই মুহূর্তে মুমিনুলের বিকল্প কাউকে চোখেও পড়ছে না বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারের।
Related Stories
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে যখন এসব কথা বলছেন সাকিব, এর আধ ঘণ্টা মতো আগেই বাজে শট খেলে মুমিনুল আউট হয়েছেন শূন্য রানে।
তার চলমান ব্যর্থতার নতুন আরেকটি ধাপ এটি। এই টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন তিনি ৯ রানে। এই টেস্ট দিয়ে টানা ৭ ইনিংসে ১০ ছুঁতে পারলেন না। গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের জয়ে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সবশেষ ১৫ ইনিংসে তার ফিফটি ওই একটিই, এই সময়ে ১২ ইনিংসেই আউট হয়েছেন দুই অঙ্কের নিচে।
এই টেস্টের প্রথম দিন শেষে যদিও কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, “মুমিনুলের ফর্ম খারাপ নয়, স্রেফ সে রান পাচ্ছে না”, আদতে তিনি যে ছন্দে নেই এবং আত্মবিশ্বাস যে তলানিতে, তা পরিষ্কার তার ব্যাটিংয়ের ধরন ও উইকেটে বিচরণেই।
এই টেস্টের পঞ্চম দিনে ম্যাচ বাঁচাতে লড়তে হবে বাংলাদেশকে। সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেও সময় খুব বেশি নেই। অধিনায়ক নিজে ফর্মে না থাকলে দলকে উজ্জীবিত করা তার জন্য খুবই কঠিন।
তবে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বললেন, এই দুঃসময়ে মুমিনুলের পাশে দাঁড়ানো ছাড়া অন্য কিছু ভাবার সুযোগও আপাতত নেই।
“একজন অধিনায়কের জন্য অবশ্যই এই পরিস্থিতি একটু কঠিন। তবে এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে তাকে সাপোর্ট করি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা, মুমিনুলের চেয়ে বেটার কোনো অপশন আসলে আমাদের কাছে নাই।”
“তো, ওকে আমাদের সাপোর্ট করতে হবে। জাস্ট ম্যাটার অব… একটা ইনিংস ওর সবকিছু আবার বদলে দিতে পারে।”
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে