বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 10:24 PM BdST Updated: 25 May 2022 10:24 PM BdST
গত ঢাকা প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দেওয়া নাঈম ইসলাম জায়গা পেয়েছেন বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে। ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ও হাসান মাহমুদও।
চোটের কারণে, ফর্ম হারিয়ে কিংবা কেবল এক সংস্করণে খেলা ক্রিকেটাররা যখন জাতীয় দলের বাইরে থাকেন তখন তাদের দেখভালের জন্য একটা সঠিক ব্যবস্থাপনার চাওয়া বাংলাদেশ ক্রিকেটে অনেক দিনের। ‘বাংলাদেশ টাইগার্স’ নামের ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এই বছর পূরণ হয়েছে সেই চাওয়া।
গত ফেব্রুয়ারি-মার্চে ২৩ ক্রিকেটারকে নিয়ে এই প্রকল্পের প্রথম ক্যাম্প হয়েছিল বগুড়ায়। ১১ দিনের সেই ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা।
আগামী ২৭ মে শুরু হতে যাওয়া দ্বিতীয় ক্যাম্পের জন্য বুধবার ২৯ জনের স্কোয়াড দিয়েছে বিসিবি। ৫ জুন পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে হবে ফিটনেস কাম্প। স্কিল ক্যাম্প শুরু হবে ১২ জুন।
আগের ক্যাম্পে থাকা ইমরুল কায়েস, মৃত্যুঞ্জয় চৌধুরি এবারের স্কোয়াডে নেই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলামও ছিলেন গতবারের ক্যাম্পে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকায় স্বাভাবিকভাবে এবার তারা ক্যাম্পে নেই।
জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার আছেন এবারের ক্যাম্পেও। সুযোগ পেয়েছেন গত ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের হয়ে খেলা ব্যাটসম্যান আশিক উল আলম ও জাকিরুল আহমেদ।
প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৬৬.০৭ গড়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫৯ রান করেন নাঈম। একই দলের হয়ে ১৫ ম্যাচে সাব্বির করেন ৫১৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন বছর পর তিনি পান সেঞ্চুরির স্বাদ।
চোট কাটিয়ে প্রায় এক বছর পর প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন হাসান মাহমুদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাত ম্যাচে খেলে তিনি নেন ৬ উইকেট। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা ২২ বছর বয়সী পেসার এবার বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ টাইগার্স: সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, আশিক উল আলম, নাহিদুল ইসলাম, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, আবু হায়দার, মেহেদি হাসান রানা, আবু জায়েদ চৌধুরি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলি অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ, আব্দুল হালিম, মাইশুকুর রিয়েল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলি, নাজমুল ইসলাম অপু।
-
‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
-
রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
-
অজুহাত না দিয়ে উন্নতির আশায় বাংলাদেশ কোচ
-
এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি