প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2022 10:05 PM BdST Updated: 24 May 2022 10:11 PM BdST
চোটের জন্য ম্যাচের আগে ছিটকে গেছেন কয়েকবার। ম্যাচের মাঝপথ থেকেও ছিটকে যাওয়ার অভিজ্ঞতা আছে একবার। হাল না ছেড়ে করে গেছেন কঠোর পরিশ্রম। এক দিকে চলেছে বোলিং আরও ধারাল করার কাজ, আরেক দিকে চলেছে পুনর্বাসনের প্রক্রিয়া। সবকিছু সফলভাবে করেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দ্যুতিময় কাসুন রাজিথা।
Related Stories
এই সিরিজে হয়তো তার খেলাই হতো না। প্রথম টেস্টে শরিফুল ইসলামের বল আঘাত হানে বিশ্ব ফার্নান্দোর হেলমেটে। পরে তার কনকাশন সাব হিসেবেই মাঠে নামেন রাজিথা। প্রথম ওভারেই নেন উইকেট! পরে নেন আরও তিনটি। সব মিলিয়ে ৬০ রানে ৪ উইকেট ছিল তার ক্যারিয়ার সেরা বোলিং।
সেটা ছাপিয়ে গেলেন মিরপুরে। এখানেও প্রথম ওভারে পান উইকেট। পরে আরও দুই উইকেট নিয়ে নতুন বলে কাঁপিয়ে দেন বাংলাদেশকে। দ্বিতীয় দিন সকালে আবার ধরেন জোড়া শিকার। সব মিলিয়ে ৬৪ রানে নেন ৫ উইকেট।
টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেয়ে ভীষণ খুশি রাজিথা। বাংলাদেশকে চারশর আগেই থামিয়ে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখা এই পেসার বললেন, এটা তার কঠোর পরিশ্রমের ফল।
“ক্যারিয়ার সেরা বোলিংয়ের জন্য আমি খুশি। আমার মনে হয়, মৌলিক কাজগুলো ঠিকঠাকভাবে করেছি। দুই ম্যাচেই ঠিক লাইন ও লেংথে বোলিং করেছি। আমার মনে হয়, আজ আমি ভালো করেছি।”
“ফিজিও ও ট্রেনারের সঙ্গে আমি প্রচুর অনুশীলন ও পুনর্বাসনের কাজ করেছি। অতীতে আমি অনেক চোট সমস্যায় ভুগেছি। তাই গত আঠারো মাসে আমি পুনর্বাসন নিয়ে প্রচুর কাজ করেছি। আমি মনে করি, সে কারণে আমি এখানে এবং ভালো পারফরম্যান্সও করছি।”
২ উইকেটে ১৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। রাজিথা মনে করেন, তৃতীয় দিন বাংলাদেশের স্পিনাররা কিছুটা সহায়তা পেতে পারেন উইকেট থেকে।
“চট্টগ্রামের উইকেট কিছুটা শক্ত ছিল। ঢাকার উইকেট একটু নরম। এটা কিছুটা মন্থরও, তবে ঢাকায় কিছুটা সিম মুভমেন্টও মিলেছে। পেসারদের জন্য যা ভালো।”
-
‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
-
রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
-
অজুহাত না দিয়ে উন্নতির আশায় বাংলাদেশ কোচ
-
এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি