শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে

দলের সফর শেষ হওয়ার আগেই সফর শেষ কামিল মিশারার। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে শ্রীলঙ্কার এই কিপার-ব্যাটসম্যানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2022, 10:21 AM
Updated : 24 May 2022, 02:32 PM

শ্রীলঙ্কা ক্রিকেটের সংবাদবিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, সফরের আচরণবিধির ১ ধারা ভঙ্গের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে মিশারাকে। শৃঙ্খলাভঙ্গের ঘটনা সুনির্দিষ্ট করে সেখানে উল্লেখ করা হয়নি। তবে দেশে ফেরার পর পুরোপুরি তদন্ত হবে তার বিরুদ্ধে আনা অভিযোগের। সেই প্রেক্ষিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, আরও শাস্তি দেওয়া হবে কিনা।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলেছেন মিশারা। ২১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানকে দারুণ প্রতিভাবান মনে করা হয়। এখন পর্যন্ত ১০টি করে প্রথম শ্রেণির ম্যাচ ও টি-টোয়েন্টি খেলে তার রেকর্ড বেশ উজ্জ্বল।

তবে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পাওয়ার ঘটনা তার আগেও আছে। ২০১৯ সালে দেশের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় অতিরিক্ত মদ্যপানের জন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছি তাকে, সঙ্গে দেওয়া হয়েছিল এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা।