মুশফিক-লিটনের কাছে প্রথম ঘণ্টা চান বাংলাদেশ কোচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 08:35 PM BdST Updated: 23 May 2022 11:18 PM BdST
দিনের প্রথম ৪২ মিনিট ছিল কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর। বাকি সময়ে মুশফিকুর রহিম ও লিটন দাসের রাজত্ব। দুই জনেই সেঞ্চুরি করে অপরাজিত। তবে কাজ শেষ হয়নি। দলকে ভালো অবস্থানে নিতে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় এই দুই জনকে অবিচ্ছিন্ন দেখতে চান বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
Related Stories
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রথম ঘণ্টায় পেসারদের জন্য কিছুটা সুবিধা ছিল। সিম মুভমেন্ট কাজে লাগিয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেন রাজিথা ও আসিথা।
দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুনই আছে- প্রথম দিন শেষ বেলায় খেলা হয়েছে কেবল ৫ ওভার। মঙ্গলবার সকালে ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দুই লঙ্কান পেসার। সেই সময়টা নিয়ে তাই একটু ভাবনা আছে বাংলাদেশ কোচের।
“এই দুই ব্যাটসম্যান (মুশিফক ও লিটন) যদি কাল প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারে তাহলে আমরা খুব ভালো জায়গায় চলে যাব। ওরা যদি তিনশ পার করে দিতে পারে, এরপর মোসাদ্দেক আসবে…।”
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৭৭। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে ব্যাট করছেন।
এক সময় ২৪ রানে ৫ উইকেট হারানো দলের জন্য এই সংগ্রহ বেশ ভালো। তবে দ্বিতীয় দিন সকালে দ্রুত কয়েকটি উইকেট হারালে চিত্রটা পাল্টে যেতেই পারে। তাই অনেক দূরের কথা না ভেবে ডমিঙ্গোর মনোযোগ কেবল সকালের সেশনের দিকে।
“আমরা জানি, আবার কঠিন অবস্থায় পড়ে যাওয়া থেকে আমরা কেবল দুই উইকেট দূরে আছি। এখানে প্রথম ইনিংসের গড় রান ৩১৪।”
“আমরা খুব বেশি দূর চিন্তা করতে পারি না। আজ রান রেট খুব ভালো ছিল, কিন্তু জানি মিরপুরে খেলা খুব দ্রুত ঘুরে যেতে পারে। এখানে কোনো দলকে দুই বা তিন সেশনে গুটিয়ে দেওয়া সম্ভব।”
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- মুকুল বোস মারা গেছেন
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক