ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক

লম্বা সময় পর কটাকের বারাবতী স্টেডিয়ামে হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাঠে শতভাগ দর্শকের অনুমতি দিয়েছে ওড়িশা সরকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2022, 04:16 PM
Updated : 21 May 2022, 04:16 PM

বিষয়টি নিশ্চিত করেছেন ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জয় বাহেরা। ম্যাচটিকে ঘিরে আরও অনেক উদ্যোগ নিয়েছে তারা।

বাহেরা জানান, নতুন করে লাগানো এলইডি ফ্লাড লাইটের নিচে হবে দুই দলের এই লড়াই।

আগামী ১০ জুন দুই দল ভুবনেশ্বরে পৌঁছাবে। দুই দিন পর মুখোমুখি হবে মাঠের লড়াইয়ে। দিল্লিতে ৯ জুন হবে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি। আর তৃতীয়টি ১৪ জুন বিশাখাপত্তনমে।

২০১৯ সালে সবশেষ ম্যাচ হয়েছিল বারাবতী স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিল ভারত। এর দুই বছর আগে এই মাঠে সবশেষ হয়েছিল টি-টোয়েন্টি, শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল ভারত।