এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 06:49 PM BdST Updated: 20 May 2022 06:49 PM BdST
ব্যাটে চেনা ছন্দ নেই, আসছে না বড় রান। চারদিকে চলছে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা। তবে বিরাট কোহলিকে স্পর্শ করছে না কিছুই। প্রস্তুত হচ্ছেন তিনি আসছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। ভারতের সাবেক অধিনায়ক বললেন, চলতি বছর দেশকে এই দুই শিরোপা জেতাতে যেকোনো কিছু করতে তৈরি তিনি।
দীর্ঘ সময় ধরে স্বরূপে দেখা যাচ্ছে না কোহলিকে। ফেরার আভাস দিয়ে আবার বন্দি হয়ে যাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া; নিজেকে খুঁজে ফিরছেন সব ধরনের ক্রিকেটেই।
আইপিএলের শুরু থেকে গত আসর পর্যন্ত কোহলির নামের পাশে ছিল তিনটি গোল্ডেন ডাক। সেখানে প্রথম বলে আউট হওয়ার তেতো অভিজ্ঞতাটা চলতি আসরেই হয়ে গেছে আরও তিনবার।
বাজে সময়ের মধ্যে থাকা কোহলিকে কদিন আগে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তার সাবেক কোচ রবি শাস্ত্রী। আইপিএলে অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন কোহলি। এই টুর্নামেন্টের পর কী পরিকল্পনা, স্টার স্পোর্টসে বৃহস্পতিবার সম্প্রচারিত সাক্ষাৎকারে কোহলি তুলে ধরেন তার ভবিষ্যৎ ভাবনা।
“আমি ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ (টি-টোয়েন্টি) জেতাতে চাই; এটাই এখন আমার অনুপ্রেরণা।”
ভারতের হয়ে বৈশ্বিক শিরোপা, এশিয়া কাপ জেতার অভিজ্ঞতা আছে কোহলির। তবে অধিনায়ক হিসেবে জিততে পারেননি তিনি কোনো শিরোপাই। নেতৃত্বের সেই পাঠ চুকিয়ে ফেলেছেন আগেই। এবার তার লক্ষ্য দলকে আসছে দুটি শিরোপা জেতাতে সর্বোচ্চ দিয়ে সাহায্য করা।
“আমাকে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে, কিছুটা বিশ্রাম নিতে হবে, নিজেকে নতুন উদ্যমে শাণিত করতে হবে, একবার (সঠিক) মানসিকতায় পৌঁছে গেলে আর পেছনে ফিরে তাকাতে হবে না এবং সেটা হবে দারুণ আনন্দের। আমার মূল লক্ষ্য, ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে সাহায্য করা। এর জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি।”
২০১৯ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক কোনো সংস্করণেই সেঞ্চুরি নেই কোহলির। আইপিএলের চলতি আসরও তার কাটছে না প্রত্যাশা মতো। এখন পর্যন্ত ১৪ ম্যাচে স্রেফ করতে পেরেছেন দুটি ফিফটি। ২৩.৭৬ গড়ে রান ৩০৯।
ফিফটি দুটির একটি অবশ্য পেয়েছেন সবশেষ ম্যাচেই, বিশদ সাক্ষাৎকারটি প্রকাশের দিনে। তার ৫৪ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে গুজরাট টাইটান্সকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
অগাস্টের শেষ দিকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা এবারের এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হবে অস্ট্রেলিয়ায়। যা শুরু আগামী অক্টোবরের মাঝামাঝিতে।
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
-
বেয়ারস্টোর আরেকটি সেঞ্চুরি, আবারও ব্যর্থ কোহলি
-
যুক্তরাষ্ট্র নারী দলের কোচ হলেন চন্দরপল
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'