লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022 08:21 PM BdST Updated: 19 May 2022 09:27 PM BdST
শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্র, তবে শেষ দিনের মাঝামঝি পর্যন্ত প্রাণ ছিল ম্যাচে। সময়ের সঙ্গে লড়াইটাও চলছিল। আর সঙ্গে উঁকি দিচ্ছিল একটি প্রশ্নও, চতুর্থ দিনে যদি আরেকটু চালিয়ে খেলত বাংলাদেশ! অধিনায়ক মুমিনুল হক জানালেন, একটা পর্যায়ে ওই ভাবনা ছিল তাদেরও। তবে লিটন দাস ও তামিম ইকবাল পরপর আউট হওয়ায় সেই ভাবনা থেকে সরে আসে দল।
চতুর্থ দিনের খেলা শুরু করেন লিটন ও মুশফিকুর রহিম। দুজনই তখন ফিফটি পেরিয়ে গেছেন। লিটন সাবলীল শুরু করলেও পরে একটু গুটিয়ে যান। মুশফিক সেশনজুড়েই ছিলেন সাবধানী। প্রথম সেশনে কোনো উইকেট না পড়লেও ২৭ ওভারে রান আসে মাত্র ৬৭।
দ্বিতীয় সেশনের প্রথম ডেলিভারিতেই অনেক বাইরের বল তাড়া করে লিটন আউট হন ৮৮ রানে। পরে ক্রিজে যান তামিম ইকবাল, আগের দিন ১৩৩ রান করে যিনি ক্রিজ ছেড়েছিলেন ক্র্যাম্প নিয়ে। নতুন করে নেমে তিনি যোগ করতে পারেননি একটি রানও। প্রথম বলেই বোল্ড হয়ে যান কাসুন রাজিথার ভেতরে ঢোকা ডেলিভারিতে।
বাংলাদেশ তখনও লিড নেয়নি। সাম্প্রতিক ব্যাটিং ধসগুলোর কারণে শঙ্কার জায়গাও ছিল কিছুটা। উইকেট যদিও ব্যাটিং বান্ধব, তবে দলের আত্মবিশ্বাস তো তলানিতে! তবে মুশফিক এক প্রান্ত আগলে রাখেন। অন্য প্রান্তে সাকিব আল হাসান কিছু সময় কাটান উইকেটে। নাঈম হাসান ৫৩ বল খেলে করেন ৯ রান। মুশফিক সেঞ্চুরিতে পা রাখেন ২৭০ বলে, যা তার ক্যারিয়ারের মন্থরতম সেঞ্চুরি।
গোটা দিনে ৬৩.১ ওভার খেলে বাংলাদেশ তুলতে পারে স্রেফ ১৪৭ রান। ওভারপ্রতি রান ছিল আড়াইয়ের মতো। আরেকটু দ্রুত রান তুলতে পারলে শ্রীলঙ্কাকে আরও চাপে ফেলে ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়াতে পারত বাংলাদেশ।
পঞ্চম দিনের শুরুতে টিভি সাক্ষাৎকারে লিটন বলেন, উইকেট পড়ে যাওয়াতেই দ্রুত রানের পথে ছোটার ঝুঁকি তারা নেননি।
“আমাদের লক্ষ্য ছিল প্রথম সেশন নরম্যাল ক্রিকেট খেলে কাটিয়ে দেওয়া। এরপর দ্বিতীয় সেশনে পরিস্থিতি বুঝে একটু দ্রুত রান তোলা। তবে লাঞ্চের পর দুটি উইকেট হারিয়ে ফেলায় তা আর হয়নি।”
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরও বিশদভাবে ব্যাখ্যা করেন অধিনায়ক মুমিনুল।
“যদি ৫ দিনের খেলাই দেখেন, ওদের আর আমাদের, এই উইকেটটা এমন একটা উইকেট ছিল, যেখানে আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু যদি বেশি ‘এক্সাইটেড’ হয়ে যান, তাহলে উইকেট পড়ার শঙ্কাটা কিছুটা বেড়ে যাবে। ওই সময়টাতে লিটন যদি আউট না হতো, তাহলে সেই চান্সটা আমরা নিতে পারতাম। কিন্তু সেই চান্সটা নিতে গিয়ে আমরা দ্রুত দুটি উইকেট হারিয়েছিলাম।”
“লিটন যদি আরও এক ঘণ্টা মুশফিক ভাইয়ের সাথে খেলতে পারত, তাহলে হয়ত আমরা জিনিসটা অন্যরকম করতে পারতাম। এই উইকেটে এক-দুই রান হতে পারে, কিন্তু রানের গতি বাড়াতে গেলে সেটিতে আউট হওয়ার শঙ্কা বেশি থাকে।”
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
-
ছিটকে গেলেন রোহিত, এজবাস্টনে ভারতের অধিনায়ক বুমরাহ
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
-
পিসিবির চুক্তিতে ফিরলেন নাসিম-হায়দার
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?