'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022 07:52 PM BdST Updated: 19 May 2022 09:11 PM BdST
দক্ষিণ আফ্রিকা সফরের মতো ধস চট্টগ্রাম টেস্টে নামেনি বাংলাদেশের ব্যাটিংয়ে। তবে জোড়ায় জোড়ায় উইকেট পড়েছে। এতে অবশ্য চিন্তার কিছু দেখছেন না মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মনে করিয়ে দিলেন, একটি দলের সব ব্যাটসম্যানই বড় ইনিংস খেলবে না।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে মোটামুটি বড় স্কোর গড়তে পারে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় তোলেন ১৬২ রান। তবে এই জুটি ভাঙার পর আরও দুটি উইকেট বেশ দ্রুত হারায় বাংলাদেশ। ২২ রানের মধ্যে তখন হারায় ৩ উইকেট।
পরে তামিম, মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিংয়ে ইনিংসে ধস নামেনি। মুশফিক ও লিটনের বড় জুটি ভাঙার পর আবার উইকেট পড়ে আরেকটি। চতুর্থ দিন লাঞ্চের পর লিটন ও তামিম আউট হন পরপর দুই বলে।
তবে পিঠাপিঠি উইকেট হারানোর এই ধারায় দুর্ভাবনার কিছু দেখছেন না মুমিনুল। টেস্ট শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বললেন, দু-তিনজন বড় রান করলেই দলের চলবে।
“তাহলে কী আমার মনে হয়…সত্যি কথা বলতে সবার তো পারফর্ম করা কঠিন। ১১ জন যদি ১০০ করে, তাহলে রান হবে ১১০০ (হাসি)। ক্রিকেট খেলাটা তো এরকম, হয়তো দুজন পারফর্ম করবে অথবা তিনজন করবে। যারা করবে, তারা বড় করবে। জিনিসটা তো এরকমই। এটা তাই বড় কিছু নয়।”
অধিনায়কের দুশ্চিন্তা নেই নিজের ফর্ম নিয়েও। টানা ব্যর্থতার ধারা থেকে এই টেস্টেও বের হতে পারেননি তিনি। নিজের প্রিয় মাঠেও পাননি বড় রানের দেখা। এই ব্যাটিং উইকেটেও পারেননি ছন্দে ফিরতে। আউট হন তিনি স্রেফ ২ রান করে।
এই নিয়ে টানা ৫ ইনিংসে তিনি আউট হলেন ১০ ছোঁয়ার আগেই। সবশেষ ১৩ ইনিংসের মধ্যে দু অঙ্ক ছুঁতে পারলেন না ১০টিতেই। তবে নিজের ফর্ম নিয়ে অধিনায়ক বললেন আগের কথাই, “আমার ব্যাটিং নিয়ে আমি সত্যি কথা বলতে অত বেশি চিন্তিত নই।”
-
‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
-
রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
-
অজুহাত না দিয়ে উন্নতির আশায় বাংলাদেশ কোচ
-
এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ