ফারজানা-নিগারের ব‍্যাটে রূপালী ব‍্যাংকের বড় জয়

৫২ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখালেন ফারজানা হক ও নিগার সুলতানা। তাদের ব‍্যাটে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে সহজেই জিতল রূপালী ব‍্যাংক ক্রীড়া পরিষদ। তাদের মতোই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভ সূচনা করল খেলাঘর সমাজ কল‍্যাণ সংঘ ও শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2022, 05:27 PM
Updated : 18 May 2022, 05:27 PM

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বুধবার রূপালী ব‍্যাংকের বিপক্ষে ১১১ রানে হেরেছে গুলশান ইয়ুথ ক্লাব। ২২৭ রান তাড়ায় দলটি থমকে যায় কেবল ১১৬ রানে।

খেলাঘরের সঙ্গে মোটেও লড়াই করতে পারেনি মিরপুর প্রমীলা ক্রিকেট ক্লাব। ৫৭ রানে তাদের গুটিয়ে দিয়ে ৯ উইকেট ও ২৫৫ বল বাকি থাকতে জেতে খেলাঘর।

ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে কম রানে থামিয়ে ৬ উইকেটে জেতে শেখ রাসেল। ১১৭ রানের লক্ষ‍্য ছুঁয়ে ফেলে ১০৮ বল বাকি থাকতে।

রূপালী ব‍্যাংক-গুলশান ইয়ুথ

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব‍্যাট করতে নেমে ১০ রানের মধ‍্যে দুই ওপনারকে হারিয়ে চাপে পড়ে রূপালী ব‍্যাংক। থিতু হয়ে বিদায় নেন সানজিদা ইসলাম।

এরপর দলকে টানেন জাতীয় দলের দুই ব‍্যাটার ফারজানা ও নিগার। দুই জনে উপহার দেন ১২৪ রানের জুটি। ৭ চারে ১১৩ বলে ৭৫ রান করে বিদায় নেন ফারজানা।

জাতীয় দলের অধিনায়ক ও কিপার নিগার রূপালী ব‍্যাংকেও খেলছেন একই ভূমিকায়। তিনিই দলকে নিয়ে যান দুইশ ছাড়িয়ে। শেষ পর্যন্ত দুই ছক্কা ও ছয় চারে অপরাজিত থাকেন ৭৮ রানে। চমৎকার ইনিংসের জন‍্য তিনিই জেতেন ম‍্যাচ সেরার পুরস্কার।

রান তাড়ায় জয়ের সম্ভাবনা কখনও জাগাতে পারেনি গুলশান ইয়ুথ। মাত্র দুই জন ব‍্যাটার যেতে পারেন দুই অঙ্কে। ৪৮ বলে চারটি চারে ২৮ রান করেন অধিনায়ক নুজহার তাসনিয়া। শেষ দিকে এক চারে ১৩ রান করেন রিয়া আক্তার।

অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান।

১০ রানে ৩ উইকেট নেন লাকি খাতুন।  

সংক্ষিপ্ত স্কোর:

রূপালী ব‍্যাংক ক্রীড়া পরিষদ: ৫০ ওভারে ২২৭/৫ (সাথি ০, আয়েশা ৪, সানজিদা ২৫, ফারজানা ৭৫, নিগার ৭৮*, শরিফা ১৫, নাহিদা ৫*; রিয়া ৯-১-৩১-২, কুবরা ১০-১-৪৩-০, আনিশা ১০-১-৩৬-০, মোর্শেদা ৯-০-৪৪-২, বৃষ্টি ৭-১-২৮-০, ফারহানা ১-০-৮-০, শাহনাজ ৪-০-৩৪-১)

গুলশান ইয়ুথ ক্লাব: ৪৩.২ ওভারে ১১৬ (শাহনাজ ২, মিশু ৯, সুমাইয়া ৩, আনিশা ৪, নুজহাত ২৮, রিমি ৩, কুবরা ৭, বৃষ্টি ৭, রিয়া ১৩, মোর্শেদা ৪*, ফারহানা ০; পুজা ৯-০-৩৮-২, হেনা ৪-১-৮-১, রূপা ৬-০-১১-০, নাহিদা ১০-৪-১৪-০, শরিফা ৬-০-১৬-০, লাকি ৫.২-০-১০-৩,আয়েশা ৩-২-১১-১)

ফল: রূপালী ব‍্যাংক ক্রীড়া পরিষদ ১১১ রানে জয়ী

ম‍্যাচ সেরা: নিগার সুলতানা

মিরপুর প্রমীলা-খেলাঘর

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব‍্যাট করতে নেমে খেলাঘরের বোলিংয়ের সামনে টিকতেই পারেনি মিরপুর প্রমীলা। তাদের পাঁচ জনই ফেরেন শূন‍্য রানে। দুই অঙ্কে যেতে পারেন কেবল ওপেনার পাপিয়া হক (৭৭ বলে ১৯) ও অধিনায়ক জনি আক্তার (১০)।

৮ ওভারে কেবল ১০ রান দিয়ে ৩ উইকেট নেন ফাতেমা জাহান সোনিয়া। তিনিই জেতেন ম‍্যাচ সেরার পুরস্কার। জাতীয় দলের অলরাউন্ডার রিতু মনি ৭ ওভারে ৯ রান দিয়ে নেন ১ উইকেট।

ছোট লক্ষ‍্য অনায়াসে ছুঁয়ে ফেলে খেলাঘর। ওপেনার মিষ্টি রানি ছয় চারে ২৪ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে। অধিনায়ক লতা মণ্ডল ৩ চারে ১৫ বলে করেন ১৫।

সংক্ষিপ্ত স্কোর:

মিরপুর প্রমীলা ক্রিকেট ক্লাব: ৩৪.৩ ওভারে ৫৭ (পাপিয়া ১৯, আমেনা ০, জনি ১০, প্রমা ০, সাদিয়া ২, অর্পা ০, জোসি ০, মৌসুমি ৯*, লামিয়া ০, রিফাত ৪, শারমিন ৪; রিতু ৭-৩-৯-১, ফাতেমা ৮-৪-১০-৩, ফুয়ারা ৫.৩-৩-৭-২, লতা ৩-১-৮-০, মর্জিনা ২-১-৩-১, সুলতানা ৫-০-১০-০, স্বর্ণা ৪-১-৬-২)

খেলাঘর সমাজ কল‍্যাণ সংঘ: ৭.৩ ওভারে ৫৯/১ (মিষ্টি ৩৫*, ফাল্গুনী ২, লতা ১৫*; শারমিস ৩-১-১৩-১, লামিয়া ১-০-১৬-০, রিফাত ২-০-১২-০, পাপিয়া ১-০-৮-০, মৌসুমি ০.৩-০-৯-০)

ফল: খেলাঘর সমাজ কল‍্যাণ সংঘ ৯ উইকেটে জয়ী

ম‍্যাচ সেরা: ফাতেমা জাহান সোনিয়া

ইন্দিরা রোড-শেখ রাসেল

বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব‍্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি ইন্দিরা রোড। ভীষণ মন্থর ব‍্যাটিংয়ে পুরো ৫০ ওভার খেলে ৫ উইকেটে করে কেবল ১১৬ রান।

ওপেনার হালিমাতুল সাদিয়া ৩৬ রান করতে খেলেন ১৩৫ বল। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি। তিনে নেমে সুমাইয়া পারভিন ১০ রান করতে খেলেন ৩৬ বল।

অধিনায়ক নুসরাত জাহান তিন চারে ৭২ বলে করেন ২৯। এর বাইরে বাউন্ডারি কেবল একটি। ৪৪ বলে ৬ রান করার পথে ওপেনার নিপু আহমেদের ব‍্যাট থেকে আসে একটি চার।

রান তাড়ায় শেখ রাসেলের প্রথম চার ব‍্যাটারের সবাই দুই অঙ্কে যান। সর্বোচ্চ ৩২ রান করেন কিপার-ব‍্যাটার ফারজানা আক্তার লিসা। একটি করে ছক্কা ও চারে ২৭ বলে ২০ রানের ইনিংসে ম‍্যাচ শেষ করে আসেন অধিনায়ক শোভানা মুস্তারি। তিনিই জেতেন ম‍্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

ইন্দিরা রোড ক্রীড়া চক্র: ৫০ ওভারে ১১৬/৫ (সাদিয়া ৩৬, নিপু ৬, সুমাইয়া ১০, নুসরাত ২৯, লিজা ৩*, শিরিন ৩, মেঘলা ৩*; প্রিয়াঙ্কা ৭-২-১২-১, সানিজদা ১০-৩-১৩-০, ইসমত ১০-১-২৪-১, শিরিন ২-১-৫-০, ইয়ামিন ১০-২-১৬-১, মুর্শিদা ১-০-৮-০, রোকেয়া ৪-১-১০-০, শোভানা ৩-০-১০-১)

শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি: ৩২ ওভারে ১১৭/৪ (মুর্শিদা ১১, একা ২৮, ফারজানা ৩২, শোভানা ২০*, নিপা ৫, প্রিয়াঙ্কা ৩*; ফেরদৌসি ৫-০-১২-০, পারভিন ৭-১-১৪-১, নুসরাত ৮-০-২২-০, সাদিয়া ৩০-১৭-০, সাদিয়া ৬-১-২৮-২, পুজা ১-০-১৪-০, শিরিন ২-০-৯-০)

ফল: শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ৬ উইকেটে জয়ী

ম‍্যাচ সেরা: শোভানা মুস্তারি