রাজার জরিমানা

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তি পেয়েছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2022, 04:44 PM
Updated : 18 May 2022, 04:44 PM

বুলাওয়ায়োতে গত মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কাণ্ড ঘটান রাজা। বুধবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি তার শাস্তির কথা জানায়।

আইসিসির আচরণ বিধি লেভেল-১ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি পেয়েছেন রাজা। ২৪ মাসে জিম্বাবুয়ে তারকার এটি প্রথম বিধি লঙ্ঘন ঘটনা।

জিম্বাবুয়ের ইনিংসের ১৬তম ওভারের ঘটনা এটি। আম্পায়ার তাকে এলবিডব্লিউ দিলে রাজা ব্যাট দেখিয়ে সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তোলেন। মাঠ ছাড়ার সময় অনেকবার অনুপযুক্ত ভাষাও ব্যবহার করেন। ড্রেসিং রুমে ঢোকার সময়ও বিরক্তি প্রকাশ করেন এই ব্যাটিং অলরাউন্ডার।

পরে রাজা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অপরাধ স্বীকার করেন। তাই আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন পড়েনি।