৩০ মিনিটেই মন বদলে গেল রাইডুর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 05:25 PM BdST Updated: 14 May 2022 08:42 PM BdST
অবসর-ভাবনা নিয়ে আচমকা এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করলেন আম্বাতি রাইডু। চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান নিজেই টুইট করে জানালেন, এই আসরের পর আর খেলবেন না আইপিএলে। খানিক পরই তা মুছে দিলেন তিনি।
নিজের টুইটার একাউন্টে শনিবার দুপুরে এক পোস্টে চলতি আসরের পর আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন রাইডু।
“আমি জানাতে পেরে খুশি যে, এটিই আমার শেষ আইপিএল হবে। এখানে খেলে এবং ১৩ বছর ধরে ২টি দুর্দান্ত দলের অংশ হয়ে আমি চমৎকার সময় কাটিয়েছি। অসাধারণ এই পথচলার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স ও সিএসকে’কে (চেন্নাই) আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।”
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইডুর সাবেক সতীর্থ ও ভক্তরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা দেওয়া শুরু করেন।
অবশ্য ওই ঘোষণার পর আধা ঘণ্টা না পেরোতেই বার্তাটি মুছে দেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিনইনফো জানতে পেরেছে যে, চেন্নাই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর রায়ডু তার টুইটটি সরিয়ে ফেলেন।
গত কয়েক বছর ধরে চেন্নাই দলের অবিচ্ছেদ্য অংশ রাইডু। গত আসরে দলটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। তবে চলতি আসরে চেনা ছন্দে নেই দলটি। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে হেরে প্লে-অফের সম্ভাবনা শেষ হয়ে গেছে চেন্নাইয়ের।
রাইডুরও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। চলতি আসরে ১০ ইনিংসে ২৭.১০ গড়ে ২৭১ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১২৪.৩১।
অবসর নিয়ে রাইডুর ‘ইউ-টার্ন’ এর আগেও দেখা গেছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে সিদ্ধান্ত পাল্টে ফিরে আসেন ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য আর ফেরা হয়নি তার।
এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ ১০ খেলোয়াড়দের একজন এবং পাঁচ বার শিরোপা জিতে টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সফলতম খেলোয়াড় হলেন রাইডু। তার চেয়ে বেশি এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন কেবল রোহিত শর্মা (ছয় বার)।
মুম্বাইয়ের হয়ে ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন হন রাইডু। চেন্নাইয়ের হয়ে শিরোপা জেতেন ২০১৮ ও ২০২১ সালে।
আইপিএলে এখন পর্যন্ত ১৮৭ ম্যাচ খেলেছেন রাইডু। ২২টি ফিফটি ও একটি সেঞ্চুরিতে করেছেন ৪ হাজার ১৮৭ রান।
আইপিএলে নিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে খুব একটা দেখা যায় না রাইডুকে। ২০২১-২২ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফির স্কোয়াডে নাম থাকলেও কোনো ম্যাচ খেলেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে সবশেষ তিনি খেলেন ২০২১ সালের ডিসেম্বরে, গুজরাটের বিপক্ষে বিজয় হাজারে ট্রফির ম্যাচে।
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
ফারজানা-নিগারের ব্যাটে রূপালী ব্যাংকের বড় জয়
-
১০ ছক্কা ও ১০ চারে ডি ককের বিধ্বংসী ইনিংস
-
রাজার জরিমানা
-
জয়ের মুখে কেক তুলে দিয়ে মুশফিক বললেন '১০ হাজার করবি'
-
বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ