চট্টগ্রামে টেস্ট, মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি আসছে?
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2022 09:22 PM BdST Updated: 10 May 2022 09:22 PM BdST
চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব দেড়শ কিলোমিটারের মতো। তবে মুমিনুল হকের কাছে ঘুচে যায় একদমই। কক্সবাজারে নিজের বাড়িতে তিনি যতটা নিরাপদ, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ২২ গজও যেন ঠিক ততটাই আপন আঙিনা। এই এক মাঠেই ৭টি টেস্ট সেঞ্চুরি তো সেই কথাই বলছে!
এই মাঠের সঙ্গে মুমিনুলের সেই বন্ধনের কথা জানেন জেমি সিডন্সও। বাংলাদেশের ব্যাটিং কোচের আশা, শ্রীলঙ্কার বিপক্ষে সামনের টেস্টে জোড়া সেঞ্চুরি আসবে মুমিনুলের ব্যাট থেকে!
এমনিতে মুমিনুলের ফর্মের যা অবস্থা, তাতে সিডন্সের এই কথা হাসির খোরাকই জাগাতে পারে বেশি। সবশেষ ৭ টেস্ট ইনিংসে বাংলাদেশ অধিনায়কের সর্বোচ্চ ইনিংস ৩৭ রানের। সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি। এই ১২ ইনিংসের ৯টিতেই আউট হয়েছেন দু অঙ্ক ছোঁয়ার আগে।
মুমিনলের ফর্মের অবস্থা ফুটে উঠছে সংখ্যাতেই। তবু তাকে নিয়ে বড় আশা করতে পারছেন সিডন্স। চট্টগ্রামে মঙ্গলবার অনুশীলনে মুমিনুলের ব্যাটিং নিয়ে বেশ কিছুটা সময় কাজ করতে দেখা গেল ব্যাটিং কোচকে। তবে সেই কাজ করার জন্য নয়, সিডন্স ভরসা রাখতে পারছেন খেলা চট্টগ্রামে বলেই।
“আমি ওকে বলেই যাচ্ছি, সে চট্টগ্রামে ৯টি সেঞ্চুরি করেছে (আসলে ৭টি) এবং এবার আরেকটি সুযোগ আরও গোটা দুই সেঞ্চুরি করার। এই মাঠ সে ভালোবাসে। আমরা চেষ্টা করছি তাকে তৈরি করে তুলতে এবং সে দারুণ আত্মবিশ্বাসী।”
মুমিনুলের ১১ টেস্ট সেঞ্চুরির ৭টিই এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। তার ক্যারিয়ার ব্যাটিং গড় ৩৯.৪৮, এই মাঠে সেই গড় ৬৬.৮৩।
শুধু এই মাঠ নয়, মুমিনুল আত্মবিশ্বাসী হতে পারেন প্রতিপক্ষ দেখেও। যে ১০টি দেশের বিপক্ষে তিনি টেস্ট খেলেছন, সবচেয়ে বেশি ব্যাটিং গড় শ্রীলঙ্কার বিপক্ষেই (৫৮.৯৩)। সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই ৪টি। দেশের বাইরে তার একটিই টেস্ট সেঞ্চুরি, সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই।
এই মাঠ আর এই প্রতিপক্ষের আরেকটি মেলবন্ধনও তাকে উজ্জীবিত করতে পারে। ২০১৮ সালে এই মাঠে লঙ্কানদের বিপক্ষেই তিনি করেছিলেন এক ম্যাচে জোড়া সেঞ্চুরি। এবার তার কাছ থেকে সেটিরই পুনরাবৃত্তি দেখতে চান সিডন্স।
সমস্যা হলো, অতীত পরিসংখ্যান যতটাই সমৃদ্ধ হোক, প্রতিটি ইনিংসের শুরুটা হয় শূন্য থেকেই। মুমিনুলের লড়াইটাও তাই হবে নতুনই।
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে