ফের হোটেল কক্ষে বন্দি মুস্তাফিজরা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2022 03:29 PM BdST Updated: 08 May 2022 03:29 PM BdST
করোনাভাইরাস আবারও ছোবল দিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত পুরো দলকে হোটেল কক্ষে থাকতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোববার রাতে খেলার কথা মুস্তাফিজুর রহমানদের। দিল্লির ফ্র্যাঞ্চাইজিটির একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় ম্যাচটি নিয়ে জেগেছে শঙ্কা। আক্রান্ত সদস্যের নাম এখনও জানানো হয়নি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, রোববার সকালে দলটির সবার নতুন করে পিসিআর টেস্ট করানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কোভিড-১৯ পজিটিভ হওয়া সদস্য আরেকজন ক্রিকেটারের সঙ্গে একই রুমে ছিলেন। দুইজনকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বা আরটি-পিসিআর টেস্টে আক্রান্ত সদস্যের ফল আবারও পজিটিভ এসেছে কিনা তা তারা নিশ্চিত করতে পারেনি।
দিল্লি ও চেন্নাইয়ের ম্যাচটি নিয়ে অবশ্য এখনও কোনো কথা বলেনি আইপিএল।
শনিবার অনুশীলন সেশনে দিল্লির ক্রিকেটাররা চেন্নাইয়ের ক্রিকেটারদের সঙ্গে মিশেছেন। তবে, চেন্নাইকে এখনও নতুন করে কোনো কোভিড পরীক্ষা দিতে বলা হয়নি।
চলতি আইপিএলে দিল্লি শিবিরে করোনাভাইরাসের হানা নতুন নয়। কদিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ এবং কোচিং ও সাপোর্ট স্টাফ মিলে কয়েকজন। পরিবারের একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলায় পাঁচদিন আইসোলেশনে ছিলেন দলটির প্রধান কোচ রিকি পন্টিং। দিল্লির ম্যাচ পুনে থেকে মুম্বাইয়েও সরিয়ে এনেছিল আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের জৈব-সুরক্ষা বলয়ে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে তাকে কমপক্ষে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে দুইবার পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসার সাপেক্ষে আবারও জৈব-সুরক্ষা বলয়ে ঢুকতে পারবেন।
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার