রুট আবার চারে, তিন ও পাঁচের ব্যাটসম্যান খুঁজছেন স্টোকস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2022 12:07 PM BdST Updated: 08 May 2022 02:15 PM BdST
পালাবদলের সূচনা হয়েছে নেতৃত্বের বদলে। নতুন সেই নেতা এবার ছক কষতে শুরু করেছেন দলকে নতুন করে সাজানোর। কাউন্টি ক্রিকেটে ব্যস্ততার ফাঁকে বেন স্টোকস আঁকছেন একাদশের সম্ভাব্য ছবি। তার দলে আবার চার নম্বর পজিশনে ফিরে যাচ্ছেন জো রুট। স্টোকস নিজে নেমে যাচ্ছেন ছয়ে। ইংল্যান্ড অধিনায়ক এখন খোঁজ করছেন তিন ও পাঁচ নম্বর পজিশনে উপযুক্ত কাউকে।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার নম্বরেই ব্যাট করেছেন রুট। এখানে তার সাফল্যও অনেক। তবে তিনেও তাকে নিয়ে টানাটানি হয়েছে বেশ। গত অ্যাশেজে দলের ব্যর্থতার পর সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন নম্বরে উঠে আসেন তিনি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনে নেমে তিন টেস্টে সেঞ্চুরি করেন তিনি দুটি। দল যদিও হেরে যায় সিরিজ।
তবে স্টোকস নিশ্চিত করলেন, প্রিয় বন্ধুকে তিনি ফিরিয়ে দিচ্ছেন প্রিয় পজিশন, সেটা রুট ও দলের স্বার্থেই।
“জো-এর (রুট) সঙ্গে এর মধ্যেই কথা বলেছি আমি। ওকে আমি বলেছি চারে ফিরে যেতে, আমি নামব ছয়ে। জো যেখানেই ব্যাট করুক, রান পাবেই। তবে ওর সেরা পজিশন চার। এখানে খেললে হয়তো ওর গড় ৬০ (গত বছরের গড়) না হয়ে ৯০ হয়ে যাবে, সেটা হবে দারুণ।”
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন নম্বরে ভালো পারফরম্যান্সের পরও এই পজিশনে ৫৯ ইনিংস খেলে ৪ সেঞ্চুরিতে তার গড় ৩৯.৫৯। চার নম্বরে ১০৬ ইনিংস খেলে ১৪ সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় ৫১.২৭, পাঁচে ৩১ ইনিংস খেলে ৬ সেঞ্চুরিতে গড় ৬৭.৭৭।
গত কিছুদিনে পাঁচ নম্বরে নিয়মিত ছিলেন স্টোকস নিজে। তবে এখন তিনি বোলিং-ব্যাটিং-নেতৃত্বের চাপ সামলাতে নেমে যাচ্ছেন ছয়ে। তাই পাঁচ নম্বরে থিতু কাউকে প্রয়োজন দলের। তিন নম্বরে তো অনেক দিন থেকেই নানাজনকে খেলিয়ে উপযুক্ত কাউকে পায়নি তারা।
এই দুই পজিশনের জন্যই তাই ব্যাটসম্যান খুঁজছেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ক বললেন, ঘরোয়া ক্রিকেটের খোঁজ এখন থেকে বেশি রাখতে হবে তাকে।
“জো চারে ও আমি ছয়ে থাকলে ওই জায়গাটায় অভিজ্ঞতার মিশেল থাকে। কাজেই খোলা চোখেই ধরা পড়ছে, কোন পজিশন ফাঁকা আছে-তিন ও পাঁচ নম্বর।”
“আমার মনে হচ্ছে, স্রেফ ডারহামের (নিজের দল) স্কোর দেখার বদলে এখন থেকে আমাকে নিয়মিত কাউন্টি ক্রিকেটের খোঁজখবর রাখতে হবে যে কে কেমন করছে।”
স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডের পথচলা শুরু হবে আগামী মাসের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল