আইপিএল ছেড়ে দেশে গেলেন হেটমায়ার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2022 11:27 AM BdST Updated: 08 May 2022 11:27 AM BdST
দুর্দান্ত ক্যামিও খেলে দলের জয়ে ভূমিকা রাখার কয়েক ঘণ্টা পরই দল ছেড়ে গেলেন শিমরন হেটমায়ার। রাজস্থান রয়্যালসের হয়ে এবার আইপিএলে দুর্দান্ত ফর্মে তিনি। তবে জীবনের মঞ্চে তার অপেক্ষায় আরও বড় রোমাঞ্চ। প্রথমবার বাবা হতে যাচ্ছেন তিনি। সেই টানেই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে গায়ানার পথে ২৫ বছর বয়সী ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
আইপিএলে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে রাজস্থানকে জয়ের ঠিকানায় নিয়ে যান হেটমায়ার। এবারের আইপিএলে তিনি এরকমই বিধ্বংসী ও কার্যকর। রান করেছেন ২৯১। ১১ ইনিংসের ৭টিতেই অপরাজিত থাকায় গড় ৭২.২৫। স্ট্রাইক রেট ১৬৬.২৮। শেষের ওভারগুলোয় (১৭-২০) সেই স্ট্রাইক রেট আরও ভালো, ২১৪.২৮।
এমন কার্যকর একজন ব্যাটসম্যানকে হারানো রাজস্থানের জন্য স্বাভাবিকভাবেই বড় ধাক্কা। হেটমায়ার নিজেও তা বুঝতে পারছেন। যাওয়ার আগে তাই আইপিএলে ফেরার ইঙ্গিতও দিয়ে গেলেন, “বাচ্চারা পৃথিবীতে একবারই আসে… আমার এটি প্রথম সন্তান…। বিশেষভাবে জরুরি বলেই যাচ্ছি, তবে আমার (ক্রিকেট) সরঞ্জাম এখানেই রেখে যাচ্ছি।”
১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তিনে আছে রাজস্থান। তারা প্লে অফে গেলে হেটমায়ারকে দেখা যেতে পারে আবার। প্লে অফ পর্ব শুরু ২৪ মে থেকে।
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল