প্রতিপক্ষের বড় স্কোরে উইকেটশূন্য মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2022 06:11 PM BdST Updated: 01 May 2022 08:32 PM BdST
-
আগের ম্যাচে দারুণ বোলিং করলেও এবার খুব একটা ভালো করতে পারলেন না মুস্তাফিজ। ছবি: আইপিএল।
ম্যাচের প্রথম বল, মুস্তাফিজুর রহমানের প্রথম বল। কুইন্টন ডি ককের ব্যাটের কানায় লেগে বল অল্পের জন্য আঘাত করল না স্টাম্পে, উল্টো কিপারকে ফাঁকি দিয়ে পৌঁছে গেল বাউন্ডারিতে। শুরুটা যেমন, শেষটাও হলো মুস্তাফিজের জন্য হতাশার। ওভারপ্রতি নয়ের বেশি রান দিয়ে উইকেটশূন্য দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার।
আইপিএলে রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। তার প্রথম দুই ওভার ছিল পাওয়ার প্লেতে, পরের দুটি স্লগ ওভারে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান তোলে লক্ষ্নৌ সুপার জায়ান্টস।
ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে বোলিংয়ে নামা দিল্লির প্রথম ওভারটি করেন মুস্তাফিজ। বাউন্ডারিতে শুরু ওভারটিতে রান দেন তিনি ৬। প্রথম ৫ ওভারে ৫ বোলারকে আক্রমণে আনেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। ষষ্ঠ ওভারে আবার বোলিংয়ে এসে মুস্তাফিজ দেন ৮ রান।
পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫৭ রান তোলে লক্ষ্নৌ। পরে লোকেশ রাহুল ও দিপক হুডার দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যায় তারা বড় স্কোরের পথে।
মুস্তাফিজ আবার বোলিং পান অষ্টাদশ ওভারে। এই ওভারটিও খারাপ করেননি, রাহুলের ব্যাটে চার হজম করলেও রান দেন ওভারে ৮।
শেষ ওভারটিতে একটু খরুচে হয়ে যান তিনি। দুটি ওয়াইড দেন, পেশির জোরে দারুণ শটে লং অন দিয়ে ছক্কা মারেন মার্কাস স্টয়নিস। ওই ওভার থেকে আসে ১৫ রান।
৫১ বলে ৭৭ রান করেন রাহুল, ৩৪ বলে ৫২ হুডা।
এবারের আইপিএলে এই নিয়ে আট ম্যাচের চারটিতে উইকেট নিতে পারলেন না মুস্তাফিজ। উইকেটবিহীন থাকার দুই ম্যাচে অবশ্য বেশ মিতব্যয়ী বোলিং করেন। সব মিলিয়ে ৩২ ওভার বোলিংয়ে তার উইকেট ৮টি, ওভারপ্রতি রান গুনেছেন ৭.৬২।
দারুণ লড়াইয়েও হার এড়াতে পারেনি দিল্লি। ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় থামে ১৮৯ রানে। ৬ রানের হারের পর শেষ চারে থাকার পথ অনেক কঠিন হয়ে গেল মুস্তাফিজদের জন্য।
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে