৩৯ বছর বয়সে নতুন আশার দোলায় রোমাঞ্চিত অ্যান্ডারসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2022 10:42 AM BdST Updated: 30 Apr 2022 10:42 AM BdST
-
নতুন অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বে খেলতে তর সইছে না জিমি অ্যান্ডারসনের। ছবি: রয়টার্স।
৩৯ বছর বয়সে দল থেকে বাদ পড়া মানে একরকম ক্যারিয়ারের সমাপ্তিরেখায় পৌঁছে যাওয়া। পেস বোলার হলে তো কথাই নেই। জিমি অ্যান্ডারসন তবু হাল না ছেড়ে অপেক্ষায় ছিলেন ইংলিশ ক্রিকেটে পালাবদলের। সেই সময়টা সত্যিই এসে গেছে। থমকে যাওয়া ক্যারিয়ারের সামনে আলোর রেখাও তিনি দেখতে পাচ্ছেন। ইংলিশ ক্রিকেটের নতুন সেই ভ্রমণের যাত্রী হতে তর সইছে না টেস্ট ইতিহাসের সফলতম পেসারের।
গত অ্যাশেজে ভরাডুবির পর দল পুনর্গঠন করে সামনে তাকানোর কথা বলে বাদ দেওয়া হয়েছিল জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। যদিও অ্যাশেজে তিনটি করে টেস্ট খেলে দুজনের কারও পারফরম্যান্সই খারাপ ছিল না। তবে তাদের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছিল মূলত বয়স আর ভবিষ্যৎ ভাবনা।
১ হাজার ১৭৭ উইকেট শিকারি দুই বোলারকে বাইরে রাখায় ইংলিশ ক্রিকেট মহলে দেখা যায় প্রবল প্রতিক্রিয়া। অ্যান্ডারসন ও ব্রড তাদের বিস্ময় ও অসন্তুষ্টির কথা জানান প্রকাশ্যেই। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার পর আবার বদলে যায় হাওয়া। টেস্ট নেতৃত্ব ছাড়েন জো রুট।
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস নেতৃত্ব পেয়েই বলেছেন, দুই অভিজ্ঞ পেসার অ্যান্ডারসন ও ব্রডকে দলে ফেরত চান তিনি। তার সঙ্গে একমত হন নতুন ব্যবস্থাপনা পরিচালক রবার্ট কি। ব্যস, এখন আবার অ্যান্ডারসন ও ব্রডকে ইংল্যান্ডের হয়ে দেখার অপেক্ষা।
বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারকে অ্যান্ডারসন বললেন, নতুন শুরুর এই দোলায় দারুণভাবেই আন্দোলিত তিনি ও ব্রড।
“স্টুয়ার্ট (ব্রড) এবং আমি আশা করছিলাম, আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। এখনও সুযোগ আছে জেনে তাই ভালো লাগছে।”
“যদিও নিজ নিজ কাউন্টি দলের হয়ে পারফর্ম করে আমাদের এখনও প্রমাণ করতে হবে যে, সেরা একাদশে (ইংল্যান্ডের) জায়গা করে নেওয়ার মতো যথেষ্ট ভালো আমরা। তবে পরিস্থিতির কারণে এবং বিভিন্ন দায়িত্বশীল জায়গাগুলোর শূন্যতায় আমরা নিশ্চিত ছিলাম না যে কী হতে যাচ্ছে। এখন তা অনেকটাই পরিষ্কার, এটা দারুণ।”
স্টোকসের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক দারুণ, পেশাগত পারস্পরিক শ্রদ্ধা ও সমীহ স্পষ্ট। এই অলরাউন্ডারের নেতৃত্বে ইংল্যান্ডের টেস্ট দলের নতুন পথচলার অংশ হতে তর সইছে না টেস্ট ক্রিকেটে ১৯ বছর কাটিয়ে দেওয়া অ্যান্ডারসনের।
“বেন (স্টোকস) সহজাত নেতা, দলের সবার সম্মান আছে ওর প্রতি। সে জানে, দলকে কোন পথে এগিয়ে নেবে। সেই ভ্রমণের অংশ হতে আমার ভালো লাগবে। কঠিন কয়েকটি বছর গেছে আমাদের, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা তলানির দিকে। ইংলিশ ক্রিকেটের প্রয়োজন টেস্টে জয়ের পথে ফেরা।”
ইংল্যান্ডের নতুন মৌসুম শুরু হবে আগামী ২ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে। সেখানেই আবার একসঙ্গে দুই প্রান্ত থেকে বল হাতে ছুটতে দেখা যেতে পারে অ্যান্ডারসন-ব্রডকে।
-
বৃষ্টির আগে বাংলাদেশের দুই উইকেটের স্বস্তি
-
আন্ডারউডের ৪৮ বছর পর লিচ
-
৪ সেঞ্চুরি জুটি, ৭২৪ রান, রেকর্ড বইয়ে মিচেল-ব্লান্ডেল
-
আমলাকে ছাড়িয়ে মিচেলের রেকর্ড
-
অপেক্ষার প্রহর পেরিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্য প্রদেশ
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল