কোহলির মাথায় কী ঘুরছে, জানি না: সৌরভ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2022 04:39 PM BdST Updated: 29 Apr 2022 08:33 PM BdST
-
বিরাট কোহলি। ছবি: বিসিসিআই।
বিরাট কোহলির হলোটা কী? ভারতীয় ক্রিকেটে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও তার ফর্মহীনতা নিয়ে চলছে চর্চা। এক সময় যার ব্যাটে রানের জোয়ার বইত, সেই তিনিই কী-না ভুগছেন দীর্ঘ খরায়। তবে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির বিশ্বাস, দ্রুত রানে ফিরবেন কোহলি।
চলতি আইপিএলে খুবই বাজে সময় কাটছে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এখন পর্যন্ত ৯ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এই ব্যাটসম্যানের রান মাত্র ১২৮, ফিফটি নেই একটিও। তার শেষ পাঁচ ইনিংস- ১, ১২, ০, ০, ৯।
কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই সেই ২০১৯ সালের নভেম্বরের পর থেকে। সব মিলিয়ে তার ফর্মহীনতা এত দীর্ঘ হয়নি আগে কখনও।
কোহলির মতো চলতি আইপিএল ভালো যাচ্ছে না ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও। ৮ ইনিংসে ১৫৩ রান করেছেন, কোনো ফিফটি পাননি তিনিও।
নিউজ এইটটিনকে দেওয়া সাক্ষাৎকারে তাদের দুজনের রান খরা নিয়ে প্রশ্নের জবাবে আশার কথা শোনান সৌরভ।
“তারা দুর্দান্ত খেলোয়াড় এবং আমি নিশ্চিত তারা ফর্মে ফিরবে। আশা করি, দ্রুতই তারা রান করা শুরু করবে।”
কোহলির রান খরা নিয়ে অনেকেই কথা বলছেন। ছন্দে ফিরতে কেউ কেউ ভারতের সাবেক অধিনায়ককে নানা রকম পরামর্শও দিচ্ছেন।
কিছুদিন আগে যেমন তাকে ক্রিকেট থেকে দেড়-দুই মাসের ছুটি নেওয়ার জন্য বলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। পরে আইপিএল থেকেই সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। যুবরাজ সিংয়ের পরামর্শ, ব্যর্থতা ঝেড়ে ফেলতে খোলা মনে খেলা উচিত কোহলির।
সৌরভ অবশ্য এতকিছু ভাবতে চান না। তার পূর্ণ আস্থা আছে কোহলির ওপর।
“আমি জানি না কোহলির মাথায় কী ঘুরছে, কিন্তু আমি নিশ্চিত সে ফর্ম ফিরে পাবে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।”
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে