ফজলে মাহমুদের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের বড় জয়

সৈয়দ খালেদ আহমেদের বল কিপারের পাশ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্ক স্পর্শ করলেন ফজলে মাহমুদ। তবে এর একটু পরেই খুঁড়িয়ে মাঠ ছাড়লেন বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। তার অসমাপ্ত কাজ সারলেন আরিফুল হক। বিস্ফোরক ব‍্যাটিংয়ে তিনশ পার করলেন দলের রান। পরে বোলারদের নৈপুণ‍্যে অনায়াসেই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে সুপার লিগে প্রথম জয় পেল রূপগঞ্জ ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2022, 12:22 PM
Updated : 24 April 2022, 12:22 PM

বিকেএসপির তিন নম্বর মাঠে রোববার ঢাকা প্রিমিয়ার লিগের ম‍্যাচে ৮৪ রানে জিতেছে মার্শাল আইয়ুবের দল। ৩১৫ রানের লক্ষ‍্য দিয়ে গাজী গ্রুপকে ৩৯ বল বাকি থাকতে ২৩০ রানে গুটিয়ে দিয়েছে তারা।

চলতি আসরে দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া মাহমুদ চার ছক্কা ও পাঁচ চারে ১০৮ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। শেষ দিকে ১৩ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৪১ রানের খুনে ইনিংস খেলেন আরিফুল।

টস হেরে ব‍্যাট করতে নেমে রূপগঞ্জকে ভালো সূচনা এনে দেন জাকির হাসান ও ইমরানউজ্জামান। দারুণ ছন্দে থাকা জাকিরকে ফিরিয়ে ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মাহমুদুল হাসান। 

আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে এগিয়ে যাওয়া ইমরান ৪৯ বলে স্পর্শ করেন ফিফটি। শুরুতে একটু সময় নেওয়া মাহমুদের সঙ্গে ধীরে ধীরে জমে ওঠে জুটি। মাহমুদুলের অফ স্পিনে স্কয়ার লেগে খালেদের হাতে ক‍্যাচ দিয়ে থামেন ইমরান। ভাঙে ৭৫ রানের জুটি।

ওপেনার ইমরান ৮৩ বলে দুই ছক্কা ও ছয় চারে করেন ৭৬ রান।

দুই অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান মাহমুদ ও মার্শাল দৃঢ় ভিত কাজে লাগিয়ে এগিয়ে নেন দলকে। শুরু থেকে সাবলীল ছিলেন মার্শাল। ৭৬ বলে পঞ্চাশ ছুঁয়ে রানের গতি বাড়ান মাহমুদ। তার পরের পঞ্চাশ আসে কেবল ৩১ বলে।

তিন অঙ্ক ছোঁয়ার আগে থেকেই খোড়াচ্ছিলেন মাহমুদ। এরপর বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি। এক সতীর্থের সাহায্যে মাঠ ছাড়েন তিনি।

পঞ্চাশ ছুঁয়েই বিদায় নেন মার্শাল। অধিনায়ক চারটি চারে ৫১ বলে করেন ৫৩।

৪৮তম ওভারে ক্রিজে নেমে তাণ্ডব চালান আরিফুল। খালেদের ওভারে দুই ছক্কার পর মারেন চার। জয়নুল ইসলামকে টানা তিন ছক্কার পর বিদায় নেন ইনিংসের শেষ বলে। তার ঝড়ো ব‍্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১১৭ রান তোলে রূপগঞ্জ।

জবাব দিতে নেমে নাসুমের স্পিনে শুরুতেই চাপে পড়ে যায় গাজী। তিনি প্রান্তিক নাবিল নওরোজকে শূন‍্যতে ফেরানোর পর বিদায় করেন জুবারুল ইসলামকে। পরে ধ্রুব শোরের উইকেটও নেন নাসুম।

এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছিলেন ওপেনার মাহমুদুল। এলবিডব্লিউ করে তাকে থামান অফ স্পিনিং অলরাউন্ডার শরিফউল্লাহ। মাহমুদুল ৫৫ বলে সাত চার ও এক ছক্কায় করেন ৫৯।

১১০ রানে ৫ উইকেট হারানো দলকে পথ দেখাতে পারেননি আকবর আলি। ৬ চারে ৫০ বলে ৫০ করেই বিদায় নেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক।

শেষের দিকে সাঈদ সরকার, আরাফাত সানি জুনিয়র কমান ব‍্যবধান। 

৫৪ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাসুম। শরিফউল্লাহ ৩ উইকেট নেন ৪১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

রূপগঞ্জ ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩১৪/৪ (ইমরান ৭৩, জাকির ২৪, ফজলে মাহমুদ আহত অবসর ১০৪, মার্শাল ৫৩, নাসিম ১৫*, আরিফুল ৪১; খালেদ ৮-০-৬৪-০, আরাফাত জুনিয়র ৪-০-২২-০, জয়নুল ১০-০-৭০-২, মাহমুদুল ১০-০-৩৮-২, শোরে ২-০-১৪-০, আতিক ৮-০-৪৮-০, আল আমিন জুনিয়র ৫-০-৩৪-০, সাঈদ ৩-০-২১-০)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৩.৩ ওভারে ২৩০ (প্রান্তিক ০, মাহমুদুল ৫৯, জুবারুল ২, শোরে ১৯, আল আমিন ১৫, আকবর ৫০, সাঈদ ৩৪, আরাফাত ২৪, আতিক ৮, জয়নুল ১১, খালেদ ৩*; নাসুম ৮.৩-১-৫৪-৪, মুকিদুল ৭-০-২৫-০, এনামুল জুনিয়র ১০-০-৬৫-০, ফরহাদ ৬-০-৩১-২, শরিফউল্লাহ ১০-০-৪১-৩, আরিফুল ১-০-১২-১)

ফল: রূপগঞ্জ ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব ৮৪ রানে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: ফজলে মাহমুদ