প্রথমবার কোহলির টানা দুই ‘গোল্ডেন ডাক’

বিরাট কোহলির জন্য দ্বিতীয় স্লিপ ফিরিয়ে আনলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই ফাঁদেই পা দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনের ফুল লেংথ বল ড্রাইভ করতে গেলেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ল স্লিপে এইডেন মারক্রামের হাতে। আরও লম্বা হলো কোহলির দুঃস্বপ্নের যাত্রা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2022, 04:33 PM
Updated : 23 April 2022, 04:33 PM

আইপিএলে শনিবার হায়দরাবাদে বিপক্ষে কোহলি ব্যাটিংয়ে নামেন তিন নম্বরে, দ্বিতীয় ওভারে ইয়ানসেনের দ্বিতীয় বলে ফাফ দু প্লেসির বিদায়ের পর। কিন্তু আউট হয়ে যান তিনি প্রথম বলেই। 

আসরে টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ এর তেতো স্বাদ পেলেন সাবেক ভারতীয় অধিনায়ক। ১৫ বছরের আইপিএল ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা তার এটিই প্রথম।

২০০৮ সালে আইপিএলের অভিষেক আসর থেকে ২০২১ সাল পর্যন্ত কোহলি প্রথম বলে আউট হয়েছিলেন মোট তিনবার। সেই অভিজ্ঞতা এবার তার হয়ে গেল পরপর দুই ম্যাচে।    

সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলির চলতি আসরটা কাটছে দুঃস্বপ্নের মতো। ৮ ইনিংসে রান মোটে ১১৯। নেই কোনো ফিফটি। দুই ইনিংসে ছুঁতে পারেন ৪০। বাকি ৬ ইনিংস মিলিয়ে রান মোট ৩০!

এমনিতে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই কোহলির সেঞ্চুরি নেই গত প্রায় আড়াই বছর ধরে। তার মধ্যে আইপিএলের এমন ফর্মহীনতা তাকে নিয়ে আলোচনায় যোগ করেছে বাড়তি মাত্রা। 

কদিন আগে যেমন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেন, অন্তত দেড়-দুই মাসের ছুটি নিয়ে নিজের মতো সময় কাটিয়ে চনমনে হয়ে আবার ক্রিকেটে ফেরা উচিত কোহলির। সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন ছয় মাস ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দেন তাকে।

হায়দরাবাদের বিপক্ষে কোহলির মতো ব্যর্থ হয় বেঙ্গালোরের পুরো ব্যাটিং বিভাগই। ১৬.১ ওভারে তারা গুটিয়ে যায় স্রেফ ৬৮ রানে!