ওভারে ৪ উইকেটের পর ব্যাট হাতেও ঝড় তুললেন রাসেল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2022 07:37 PM BdST Updated: 23 Apr 2022 09:51 PM BdST
-
৬ ছক্কা ও এক চারে ২৫ বলে ৪৮ রান করেন রাসেল। ছবি: বিসিসিআই।
-
সতীর্থদের সঙ্গে উইকেট উদযাপন করছেন আন্দ্রে রাসেল (বাঁয়ে)। ছবি: বিসিসিআই।
খেলা যেভাবে এগোচ্ছিল মনে হচ্ছিল, বল হাতে পাবেন না আন্দ্রে রাসেল। তবে পেলেন একেবারে ইনিংসের শেষ ওভারে গিয়ে। বল হাতে নিয়েই নামলেন উইকেট শিকারে। দুর্দান্ত বোলিংয়ে ওই ওভারে কেবল ৫ রান দিয়ে গুজরাট টাইটান্সের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন রাসেল। পরে রান তাড়ায় ব্যাট হাতেও তুললেন ঝড়।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শনিবার আইপিএলে দিনের প্রথম ম্যাচে ওই একটি ওভারই করেন রাসেল। অসাধারণ বোলিং পারফরম্যান্সে ছাড়িয়ে যান সবাইকে। স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে স্রেফ এক ওভার করে চার উইকেট নিতে পারেননি তিনি ছাড়া আর কেউ।
১৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান ছিল গুজরাটের। শেষ ওভারে স্বাভাবিকভাবেই ঝড় তোলার লক্ষ্যে ছিলেন দলটির ব্যাটসম্যানরা। কিন্তু তাদের চড়াও হওয়ার কোনো সুযোগই দেননি রাসেল।
ওভারের প্রথম বলে তার চমৎকার স্লোয়ারে ফেরেন অভিনব মনোহর। দ্বিতীয় বলে ছক্কার চেষ্টায় বিদায় নেন লকি ফার্গুসন। দুইজনই ধরা পড়েন ডিপ মিডউইকেটে।
হ্যাটট্রিক ঠেকিয়ে তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে রাহুল তেওয়াতিয়াকে স্ট্রাইক দেন আলজারি জোসেফ।

সতীর্থদের সঙ্গে উইকেট উদযাপন করছেন আন্দ্রে রাসেল (বাঁয়ে)। ছবি: বিসিসিআই।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এ নিয়ে ৯ বার ৪ উইকেট শিকার করলেন রাসেল।
টি-টোয়েন্টি ক্রিকেটে চার বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ড আছে রাসেলের। ২০১৩-১৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।
রাসেলের দারুণ বোলিংয়ের পর ৯ উইকেটে ১৫৬ রানে শেষ হয় গুজরাটের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪৯ বলের ইনিংসে তার ২ ছক্কা ও ৪টি চার।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা। ১০৮ রানে ৭ উইকেট হারানো দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাসেল। সাতে নেমে খেলেন ৬ ছক্কা ও এক চারে ২৫ বলে ৪৮ রানের ইনিংস।
তাকে বিদায় করেই ৮ রানের জয় তুলে নেয় গুজরাট। কলকাতাকে তারা থামিয়ে দেয় ১৪৮ রানে।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার