তুলকালাম বাধিয়ে পান্তের শতভাগ জরিমানা, নিষিদ্ধ কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2022 03:23 PM BdST Updated: 23 Apr 2022 04:07 PM BdST
-
মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রাভিন আমরে (ডানে)। ছবি: বিসিসিআই।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে নাটকীয় মোড় নেওয়া শেষ ওভারে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মেজাজ হারিয়ে শাস্তি পেতে হচ্ছে রিশাভ পান্তকে। বাজেভাবে ক্ষোভ প্রকাশ করায় দিল্লি ক্যাপিটালস অধিনায়কের সঙ্গে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে দলটির সহকারী কোচ প্রাভিন আমরেকে। পাশাপাশি তাকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য।
আইপিএলের আচরণবিধি ভেঙে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দিল্লির পেসার শার্দুল ঠাকুরকেও। এক বিজ্ঞপ্তিতে শনিবার এইসব শাস্তির বিষয়ে জানায় আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলে শুক্রবার রাজস্থানের বিপক্ষে দিল্লির লড়াইয়ের শেষ ওভারে ছড়ায় চরম উত্তেজনা। ২২৩ রান তাড়ায় জয়ের জন্য শেষ ওভারে ৬ ছক্কার প্রয়োজন ছিল দিল্লির। ওবেড ম্যাককয়ের করা ওভারের প্রথম তিন বলেই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন রভম্যান পাওয়েল।
তৃতীয় বলটি ছক্কা হলেও বিপত্তি বাঁধে বলের উচ্চতা নিয়ে। ফুল টস বলটি ‘নো ছিল বলে আম্পায়ারদের কাছে দাবি করেন উইকেটে পাওয়েলের সঙ্গী কুলদিপ যাদব। একই দাবি নিয়ে যোগ দেন পাওয়েলও। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠাতে বলেন তারা। কিন্তু মাঠের আম্পায়াররা তাতে কান দেননি।
এতেই দিল্লি ডাগআউটে ছড়ায় উত্তেজনা। পান্তকে দেখা যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে। দুই ব্যাটসম্যানকে হাতের ইশারায় মাঠও ছাড়তে বলেন তিনি। এক পর্যায়ে দিল্লির সহকারী কোচ প্রাভিন আমরে মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। বাইরে থেকে কারো মাঠে ঢুকে পড়া কোনোভাবেই নিয়মের মধ্যে পড়ে না, এটা নিয়ে ম্যাচ শেষে নিজের আপত্তি জানান দলটিরই আরেক সহকারী কোচ শেন ওয়াটসন। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক পান্তের আচরণও মানতে পারেননি সাবেক এই অস্ট্রেলিয়ান।

দুই ব্যাটসম্যানকে মাঠ ছাড়তে বলছেন রিশাভ পান্ত। ছবি: টিভি থেকে।
সব মিলিয়ে ঘোলাটে পরিবেশে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। মাঠের দুই আম্পায়ারের সিদ্ধান্তে যদিও কোনো বদল আসেনি। পরে আবার খেলা শুরু হলে শেষের তিন বলে তিন ছক্কা সমীকরণ মেলাতে পারেনি দিল্লি। আসে কেবল দুই রান, আউট হন পাওয়েল।
শেষ পর্যন্ত ১৫ রানে জিতে যায় রাজস্থান। দিল্লি ৭ উইকেট হারিয়ে থামে ২০৭ রানে।
নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন পান্ত, প্রাভিন আমরে ও শার্দুল।
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন