কোভিড পজিটিভ দিল্লির আরেক বিদেশি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2022 06:17 PM BdST Updated: 20 Apr 2022 08:45 PM BdST
-
দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সঙ্গে মুস্তাফিজুর রহমান। ছবি: বিসিসিআই।
দিল্লি ক্যাপিটালস দলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শের পর ফ্র্যাঞ্চাইজিটির আরও একজন বিদেশি ক্রিকেটারের শরীরে পাওয়া গেছে এই ভাইরাসের অস্তিত্ব।
নতুন করে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন নিউ জিল্যান্ডের টিম সাইফার্ট। ইএসপিএনক্রিকইনফো বুধবার জানিয়েছে, এদিন সকালে আরটি-পিসিআর টেস্টে এসেছে এই ফল।
তাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লির বুধবারের ম্যাচ নিয়ে শঙ্কা আরও বাড়ল। পুনেতে হওয়ার কথা থাকলেও মঙ্গলবার ম্যাচের ভেন্যু বদলে মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে নিয়ে আসে আইপিএল কর্তৃপক্ষ।
নির্ধারিত দিনে আয়োজন সম্ভব না হলে নতুন সূচিতে আয়োজনের পথ খোলা রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। দিল্লি দলের সবার আরেক দফায় কোভিড পরীক্ষা করতে বলেছে তারা। মুস্তাফিজুর রহমানদের আজকের ম্যাচটির ভাগ্য নির্ভর করতে পারে নতুন পরীক্ষার ফলাফলের ওপর।
গত কয়েকদিনে দিল্লির মোট পাঁচ জন সদস্যের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। সংখ্যাটি এখন বেড়ে হলো ছয়। গত শুক্রবার দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্ট, পরদিন স্টাফ চেতন কুমারের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। সোমবার আরও তিন জন- মার্শ, চিকিৎসক অভিজিত সালভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম টিমের আকাশ মানের পরীক্ষার ফল পজিটিভ আসে।
দিল্লি ক্যাপিটালস সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছিল, হাসপাতালে ভর্তি করানো হয়েছে মার্শকে। আক্রান্ত বাকিদের কোনো উপসর্গ নেই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচের আগের দিন ফারহার্টের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এবারের আইপিএলে তিনিই প্রথম। যা চিন্তার ভাঁজ ফেলে আয়োজকদের কপালে। ফলে দুই দলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ওই ম্যাচের পর কোচ ও খেলোয়াড়দের স্বাভাবিক মেলামেশা এড়াতে বলা হয়।
পরে সোমবার পুনের উদ্দেশে দিল্লি দলের রওনা দেওয়ার কথা থাকলেও, তা বাতিল করা হয়। দিল্লি দলকে রুম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এরপর আসে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত।
জৈব-সুরক্ষা বলয়ে থাকা দিল্লি দলের সবাইকে শনিবার থেকেই প্রতিদিন আরটি-পিসিআর টেস্ট করানো হচ্ছে। মঙ্গলবার চতুর্থ রাউন্ডের পরীক্ষায় দলের বাকিদের সবার ফল নেগেটিভ এসেছে।
এরপর দিল্লি দলকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়। তাতে ম্যাচ নিয়ে শুরুর শঙ্কা অনেকটা কেটে যায়। কিন্তু নতুন করে আরেকজন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সেই শঙ্কা পেল নতুন মাত্রা।
আইপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের জৈব-সুরক্ষা বলয়ের কেউ আক্রান্ত হলে তাকে কমপক্ষে সাত দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুইবার আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে আবার তিনি জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন।
কোনো ফ্র্যাঞ্চাইজির একাধিক সদস্য আক্রান্ত হলে নিয়ম অনুযায়ী, কমপক্ষে ১২জন ক্রিকেটার থাকলে ম্যাচ খেলতে পারবে দলটি। এর মধ্যে ৭ জন হতে হবে ভারতীয়। এমনটা সম্ভব না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইপিএল কর্তৃপক্ষ।
গত বছর ভারতে হওয়া আইপিএল মাঝপথে স্থগিত করা হয়েছিল একের পর এক দলগুলোয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়। পরে সংযুক্ত আরব আমিরাতে হয় টুর্নামেন্টের বাকি অংশ।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার