শেষ ওভারে শূন্য রানে ৩ উইকেট, অবিশ্বাস্য উমরান মালিকে মুগ্ধতা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2022 09:31 PM BdST Updated: 17 Apr 2022 09:46 PM BdST
-
উমরান মালিকের উইকেট প্রাপ্তির আনন্দ। ছবি: আইপিএল
ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলির একটি ডেথ ওভারে বোলিং করা, বিশেষ করে টি-টোয়েন্টিতে। অনেক বোলারকেই এই সময়ে দেখা যায় তুলাধুনা হতে। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে উমরান মালিক যেটা করে দেখালেন, সেটিকে অবিশ্বাস্য বললেও কম হয়ে যায়। সানরাইজার্স হায়দরাবাদের এই ফাস্ট বোলার কোনো রান না দিয়েই তুলে নিলেন ৩ উইকেট, সঙ্গে একটি রান আউটসহ উইকেট ৪টি!
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে রোববার দিনের প্রথম ম্যাচে তাক লাগিয়ে দেওয়া কাজটি করেন উমরান। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের চোখে যা ‘অবাস্তব।’
নিজের প্রথম ৩ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নেওয়া উমরানের হাতে শেষ ওভারে বল তুলে দেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। আগের ওভারের শেষ বলে বিপজ্জনক লিয়াম লিভিংস্টোনকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। পাঞ্জাবের রান তখন ৬ উইকেটে ১৫১। ক্রিজে শেষ দিকে ঝড় তুলতে পারা ওডিন স্মিথের মতো অলরাউন্ডার।
ওই ওভারের দ্বিতীয় বল ছক্কার চেষ্টায় স্মিথ তুলে দেন আকাশে। নিজেই ক্যাচ নেন বোলার। রাহুল চাহার পরের বল ব্যাটে খেলতে পারেননি। চতুর্থ বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে তিনি হন বোল্ড।
পঞ্চম বলটি যেন আগের বলের রিপ্লে! এবার বোল্ড বৈভব অরোরা। হ্যাটট্রিক ডেলিভারি কাভারে খেলে সিঙ্গেলের জন্য বেরিয়ে আসেন আর্শদিপ সিং। তবে বল যায় সরাসরি ফিল্ডারের হাতে। তার থ্রোয়ে স্টাম্প ভাঙেন কিপার নিকোলাস পুরান, রান আউট আর্শদিপ।
আইপিএলের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ২০তম ওভারে মেডেন নিলেন উমরান। ২০০৮ আসরে ইরফান পাঠান, পরের বছর লাসিথ মালিঙ্গা ও ২০১৭ আসরে জয়দেব উনাদকাট এই কীর্তি গড়েন।
উমরানের মূল শক্তি গতি। ১৫০ কিলোমিটারের আশেপাশে বল করতে পারেন নিয়মিত। গত আইপিএলে গতির ঝড় তুলেই মূলত সবার নজর কাড়েন জম্মু ও কাশ্মীরের এই পেসার। সেবার হায়দরাবাদ দলের সঙ্গী হয়েছিলেন তিনি নেট বোলার হিসেবে। পরে থাঙ্গারাসু নাটরাজন কোভিড আক্রান্ত হলে তার সাময়িক বদলি হিসেবে মূল দলে সুযোগ পেয়ে গতি দিয়ে চমক দেখান।
এবারের আসরে গতি তো আছেই, প্রতিটি ম্যাচের সঙ্গে তার নিয়ন্ত্রণ আর উইকেট সংখ্যাও বাড়ছে। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ রানে উইকেট নিয়েছিলেন ২টি। এবার পাঞ্জাবের বিপক্ষে ২৮ রানে ৪টি। গতবার যেখানে ৩ ম্যাচে তার উইকেট ছিল ২টি, এবার এখন পর্যন্ত ৬ ম্যাচে উইকেট ৯টি।
পাঞ্জাবের বিপক্ষে তার শেষ ওভারের বোলিং এখন আলোচনার কেন্দ্রে। হরভজনের টুইট বার্তায় ফুটে উঠল একরাশ মুগ্ধতা। ভারতের নীল জার্সিতে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের অভিষেক এখন সময়ের ব্যাপার বলে মনে করেন তিনি।
“উমরান মালিকের শেষ ওভারটি ছিল অবাস্তব। ৩ উইকেট ও একটি রান আউটসহ মেডেন। স্বপ্নের ব্যাপার! উমরানের কী একটা টুর্নামেন্টই না কাটছে। নীল জার্সি শিগগিরই আসছে।”
সাবেক ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদও উচ্ছ্বসিত প্রশংসা করলেন উমরানের।
“শেষ ওভারে ট্রিপল উইকেট মেডেন তরুণ উমরান মালিকের অসাধারণ কীর্তি। স্কিল ও গতি এবং এসবের বাস্তবায়ন দুর্দান্ত ব্যাপার।”
জনপ্রিয় ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ মুগ্ধ উমরানের ক্রমাগত উন্নতি দেখে।
“উমরান মালিক শিখছে এবং উন্নতি করে যাচ্ছে। এটি সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার।”
উমরানের দারুণ বোলিংয়ের ম্যাচটি বড় জয়ে রাঙায় হায়দরাবাদ। ১৫২ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭ উইকেট ও ৭ বল হাতে রেখে। ৪ উইকেটের সঙ্গে দুটি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা উমরান।
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার