কোহলির উচিত নিজেকে অর্ডিনারি ভাবা: শোয়েব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2022 06:16 PM BdST Updated: 16 Apr 2022 06:52 PM BdST
এখন আর নেতৃত্বের চাপ কাঁধে নেই। তবু আইপিএলে ব্যাট হাতে তেমন ছন্দে দেখা যাচ্ছে না বিরাট কোহলিকে। এতে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে চার দিকে। শোয়েব আখতার মনে করেন, পারফর্ম করতে না পারলে দল থেকে বাদও পড়তে পারেন কোহলি।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার একটি পরামর্শও দিলেন সাবেক ভারত অধিনায়ককে। শোয়েবের মতে, কোহলির উচিত সব চাপ দূরে রেখে নিজেকে সাধারণ মানের ক্রিকেটার ভাবা এবং ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া।
২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে আইপিএলে খেলছেন কোহলি। ২০১৩ থেকে ছিলেন নেতৃত্বে, সরে দাঁড়ান গত আসর শেষে। তার অধিনায়কত্বে দলটির শিরোপা জিততে না পারা নিয়েও হয় অনেক আলোচনা-সমালোচনা।
এবারের আসরে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি কোহলি। ৫ ইনিংসে ২৬.৮ গড়ে তার রান ১০৭। নেই কোনো ফিফটি। দুটিতে যেতে পারেননি দুই অঙ্কে।
আইপিএল ইতিহাসের সফলতম ব্যাটসম্যান তিনি। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন। স্বাভাবিকভাবেই তার ফর্ম নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।
নিজেদের পরের ম্যাচে শনিবার রাতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বেঙ্গালোর। এর আগে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্টসকিডা’র সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন, কোহলির এখন শুধু ব্যাটিং নিয়েই ভাবা উচিত।
“আইপিএল একটি পারফরম্যান্স-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ-ই ছাড় পায় না, এমনকি বিরাট কোহলিও না। সে যদি ভালো না খেলে তাহলে বাদও পড়তে পারে। কিছু কথা আমি এখন বলতেও পারছি না। তার মাথায় হয়তো ১০ হাজার চিন্তা ঘোরে।”
“সে একজন ভালো মানুষ, ভালো খেলোয়াড়, গ্রেট ক্রিকেটার। তবে আমি চাই সে এখন কেবল একটি বিষয়ে মনোযোগ দিক। নিজেকে সাধারণ একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করুক। এরপর ব্যাটটা হাতে তুলে নিক এবং খেলুক। মানুষ ইতিমধ্যে বিরাট কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে এবং এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।”
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন