‘সহোদর’ দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দিলেন ফজলে মাহমুদ

একই প্রতিষ্ঠানের দুটি দল। পয়েন্ট তালিকায় একটি পিছিয়ে একটু। সুপার লিগের লড়াইয়ে থাকতে জয়টা তাদের খুব জরুরি। চিত্রনাট্য যে দাবি করছিল, মাঠের ক্রিকেটেও তা মিলে গেল। গাজী গ্রুপের দুই দলের লড়াইয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারাল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মাঝারি রানের লড়াইয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে নায়ক ফজলে মাহমুদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2022, 02:09 PM
Updated : 17 April 2022, 02:48 PM

বিকেএসপিতে বৃহস্পতিবার গাজী গ্রুপ ৫০ ওভার পুরো খেলে করতে পারে ২০৫ রান। সেই রান তাড়ায় রূপগঞ্জ টাইগার্সকে খেলতে হয় ৪৭.৪ ওভার।

১০ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ রুপগঞ্জ টাইগার্সের নাসুম আহমেদ। সেরা হন তিনি মূলত অসাধারণ প্রথম স্পেলের কারণে, ৬-৩-৪-২! এরপর কঠিন পরিস্থিতিতে ফজলে মাহমুদের ৭৪ রানের ইনিংসটি রূপগঞ্জকে নিয়ে যায় জয়ের কাছে।

টস জিতে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপ শুরুতেই বিপদে পড়ে যায় ভীষণ। ১৭ রানের মধ্যে তারা হারায় ৩ উইকেট। পেসার মুকিদুল ইসলাম ফেরান ওপেনার মাহমুদুল হাসানকে। নাসুমের শিকার ফরহাদ হোসেন ও আল আমিন।

ওপেনার মেহেদি মারুফ তখনও টিকে। তবে উইকেটে তিনি থাকেন যেন ঘুমিয়ে। দলের পঞ্চাশ হতে লেগে যায় ১৭ ওভার।

অধিনায়ক আকবর আলি নামার পর একটু গতি পায় ইনিংস। মারুফের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন তিনি।

দারুণ খেলতে থাকা আকবরের বিদায়েই ভাঙে জুটি। এনামুল হক জুনিয়রের ফ্লাইটেড ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে আকবর বোল্ড হন ৩ ছক্কায় ৫৬ বলে ৪৮ রান করে।

মারুফের ফিফটি স্পর্শ করতেই লাগে ১০০ বল! সেটি তিনি পুষিয়েও দিতে পারেননি পরে। আউট হয়ে যান ১১২ বলে ৫৬ রান করে।

এরপর ভারতীয় গুরিন্দার সিং ও মিম মোসাদ্দেকের প্রচেষ্টায় দুইশ ছাড়াতে পারে গাজী গ্রুপ। ৫৯ বলে ৪৯ করে আউট হন গুরিন্দার। লিস্ট ‘এ’ অভিষেকে মিম করেন ৪১ বলে ৩১।

রান তাড়ায় রূপগঞ্জ টাইগার্সের শুরুটাও ভালো হয়নি। দুই ওপেনার মিজানুর রহমান ও জাকির হাসানকে হারায় তারা ২৫ রানের মধ্যে। তবে আসিফ আহমেদ ও ফজলে মাহমুদের জুটিতে ধাক্কা সামাল দেয় তারা। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ দুই ক্রিকেটার তৃতীয় উইকেটে যোগ করেন ৮০ রান।

৪৯ রানে আসিফের বিদায়ে থামে এই জুটি। ওই ওভারে বিদায় নেন রূপগঞ্জ টাইগার্স অধিনায়ক মার্শাল আইয়ুবও।

ফজলে মাহমুদ তখন শক্ত হাতে হাল ধরে দলকে এগিয়ে নেন জয়ের দিকে। ৪টি চার ও ২ ছক্কায় ৭৪ করে যখন আউট হন তিনি, জয় তখন নাগালেই। ২০ বলে অপরাজিত ২১ করে তাকে সঙ্গ দেন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। শেষ দিকে ফরহাদ রেজার ১৩ বলে ১৯ রানে সহজ হয় কাজ।

১০ ম্যাচে ৫টি করে জয়-হারে দুই দলেরই পয়েন্ট এখন ১০। পয়েন্ট তালিকায় রূপগঞ্জ টাইগার্স আপাতত পাঁচে, ছয়ে গাজী গ্রুপ।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ : ৫০ ওভারে ২০৫/৭ (মারুফ ৫৬, মাহমুদুল ০, ফরহাদ হোসেন ১, আল আমিন ১, আকবর ৪৮, গুরিন্দার ৪৯, মিম ৩১, মারাজ ৭*, মেহরব ৪*; নাসুম ১০-৩-২২-২, মুকিদুল ১০-০-৫৪-২, ফরহাদ রেজা ৭-০-৩৫-১, সাদ ৩-০-২০-০, এনাম জুনিয়র ১০-২-২৬-২, শরিফউল্লাহ ৫-০-৩০-০, ফজলে মাহমুদ ৫-০-১৭-০)

রূপগঞ্জ টাইগার্স: ৪৭.৪ ওভারে ২০৮/৬ (মিজানুর ১৪, জাকির ৪, আসিফ ৪৯, ফজলে মাহমুদ ৭৪, মার্শাল ০, শরিফউল্লাহ ১৬, সাদ ২১*, ফরহাদ রেজা ১৯*; জয়নুল ৮.৪-০-৩৬-২, গুরিন্দার ১০-০-৪৩-১, মারাজ ৮-০-৪১-১, হুসনা ৭.২-০-২৭-০, মাহমুদুল ৭.৪-০-২৮-০, মেহরব ১-০-১১-০, আল আমিন ৫-০-২২-২)

ফল: রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবে ৪ উইকেট জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বি