টেস্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকার দুই পরিবর্তন

যে একাদশ নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্ট শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, সেই দল নিয়ে তারা শেষ করতে পারছে না ম্যাচ। কোভিড পজিটিভ হওয়ায় ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই ক্রিকেটার। তাদের জায়গায় আনা হয়েছে অন্য দুজনকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2022, 08:57 AM
Updated : 11 April 2022, 08:57 AM

একাদশে দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কোভিড পজিটিভ হন সারেল এরউইয়া ও ভিয়ান মুল্ডার। তাদের জায়গার সুযোগ পান খায়া জন্ডো ও গ্লেন্টন স্টুয়ারম্যান। 

ওপেনার এরউইয়ার অবশ্য ম্যাচে ভূমিকা শেষ হয়ে গেছে মোটামুটি আগেই। দুই ইনিংসেই ব্যাট করে ফেলেছেন তিনি। তবে পেস বোলিং অলরাউন্ডার মুল্ডারকে দেখা যাওয়ার কথা ছিল বোলিংয়ে। প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে তিনটি উইকেট নেন তিনি।

এরউইয়ার জায়গায় আসা জন্ডোর এটি টেস্ট অভিষেক। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩২ ম্যাচ খেলে ৬ হাজারের বেশি রান করার পর তার অভিষেক হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অভিষেকে ব্যাট করার সুযোগ পাচ্ছেন না তিনি।

পেস বোলার স্টুয়ারম্যান একটি টেস্ট খেলেছেন গত ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডে। বোলিং করার সুযোগ তিনি পাবেন এখানে।