সংযুক্ত আরব আমিরাতে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতার কারণে পাকিস্তান এগিয়ে থাকবে, বিশ্বাস এই কিপার ব্যাটসম্যানের।
বিসিবি রোববার জানায়, পজিটিভ রিপোর্ট আসার পর থেকে আইসোলেশনে আছেন ডমিঙ্গো।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি জানান, মৃদু উপসর্গ রয়েছে প্রধান কোচের।
“৭ এপ্রিল ডমিঙ্গোর মাঝে উপসর্গ দেখা দেয়। সেদিনই এন্টিজেন পরীক্ষার পর পিসিআর পরীক্ষা করা হয়। পরদিন পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে আছেন তিনি।”
ডমিঙ্গোর শহর পোর্ট এলিজাবেথে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো অবস্থায় নেই দল। চতুর্থ ইনিংসে তাদের ৪১৩ রানের ভীষণ কঠিন এক লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।