‘দা হানড্রেড’-এ দল পাননি সাকিব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2022 10:08 PM BdST Updated: 05 Apr 2022 10:08 PM BdST
আইপিএলের পর ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এও দল পেলেন না সাকিব আল হাসান। অবিক্রিত রইলেন ডেভিড ওয়ার্নার, বাবর আজমের মতো তারকারাও।
একশ বলের এই টুর্নামেন্টের ড্রাফট হয় সোমবার। পরদিন প্রকাশ করা হয় দল পাওয়া খেলোয়াড়দের নাম।
বাংলাদেশ থেকে সাকিবসহ ড্রাফটে নাম দিয়েছিলেন ৯ জন। দল পাননি কেউই। বাকিরা হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। বাকিদের মূল্য নির্ধারণ করা হয়নি।
ড্রাফট থেকে ১৭ বিদেশি খোলোয়াড়সহ দল পেয়েছেন মোট ৪২ জন। বিদেশি কোটার জন্য ১৬ দেশ থেকে নাম দিয়েছিলেন ২৮৪ জন ক্রিকেটার।
ড্রাফট থেকে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ডকে দলে টানে লন্ডন স্পিরিট। সোয়া লাখ পাউন্ডের সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় ছিলেন এই ক্যারিবিয়ান।
বিদেশি কোটায় উল্লেখযোগ্যদের মধ্যে আন্দ্রে রাসেল ও ভানিন্দু হাসারাঙ্গাকে ম্যানচেস্টার ওরিজিনালস, ডোয়াইন ব্রাভোকে নর্দান সুপারচার্জারস, সুনিল নারাইনকে ওভাল ইনভিন্সিবল, কুইন্টন ডি কককে সাউদার্ন ব্রেভ দলে নিয়েছে।
আগামী ৩ অগাস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে এই টুর্নামেন্টে। ওই সময়ে যদিও বেশিরভাগ জাতীয় দলেরই খেলা রয়েছে।
টুর্নামেন্টের গত দুইবারের ড্রাফটেও ছিলেন সাকিব। দল পাননি একবারও। করোনাভাইরাসের প্রকোপে ২০২০ সালের আসর অবশ্য হয়নি।
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’