জিয়া-মৃত্যুঞ্জয়ের উজ্জ্বল দিন

আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিনশ ছাড়ানো রান করা গাজী গ্রুপ ক্রিকেটার্স এবার মুখ থুবড়ে পড়ল। মৃত্যুঞ্জয় চৌধুরি ও জিয়াউর রহমানের দুর্দান্ত বোলিংয়ে গুঁড়িয়ে গেল দেড়শ পার হতেই। পরে দুই ওপেনারের ফিফটিতে সহজ জয় পেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2022, 09:46 AM
Updated : 3 April 2022, 10:52 AM

বিকেএসপির ৩ নম্বর মাঠে রোববার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ৯ উইকেটে জিতেছে শেখ জামাল। প্রতিপক্ষের ১৫৭ রান তারা ছাড়িয়ে যায় ১৪১ বল বাকি থাকতে।

লিগে ৬ ম্যাচের মধ্যে পাঁচটি জিতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে ইমরুল কায়েসের দল।

শেখ জামালের জয়ের ভিতটা গড়া হয়ে যায় ম্যাচের প্রথম ভাগেই। গাজী গ্রুপকে অল্পতে গুটিয়ে দেওয়ার পথে স্রেফ ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জিয়াউর হন ম্যাচ সেরা। মৃত্যুঞ্জয়ের শিকারও তিনটি।

রান তাড়ায় ৩ ছক্কা ও ৭ চারে ৭৭ রান করে সৈকত আলি মাঠ ছাড়েন দলের জয় সঙ্গে নিয়ে। সাইফ হাসান করেন ৯ চারে ৫২।

টস হেরে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই যান দুই অঙ্কে। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউ। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে।

আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা আকবর আলি এবার ফেরেন কেবল ১৩ রান করে।

গাজী গ্রুপের একটি জুটিও ছুঁতে পারেনি চল্লিশ রান।

জবাবে দারুণ শুরু করা সৈকত ও সাইফের ব্যাটে একটা সময় মনে হচ্ছিল ১০ উইকেটেই জিতবে তারা। কিন্তু ৪৯ বলে ফিফটি করা সাইফকে ফিরিয়ে ৯৯ রানের জুটি ভাঙেন আকবর উর রেহমান।

৬৪ বলে ফিফটি স্পর্শ করেন সৈকত। তাকে নিয়ে বাকি কাজ সারেন ইমরুল কায়েস। পাকিস্তানের স্পিনার আকবরকে ছক্কায় উড়িয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শেখ জামাল অধিনায়ক। ৩ ছক্কায় ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৬ ওভারে ১৫৭ (মারুফ ১০, মাহমুদুল ২০, ফরহাদ ২৩, আকবর উর রহমান ৪, আল আমিন জুনি. ২৯, আকবর ১৩, জুবারুল ১, মেহরব ৪, অনিক ৩, হুসনা হাবিব ১০*, আশিকুর ১৭; পারভেজ ৯-১-৪৭-১, সুমন ৩-০-২৪-১, মৃত্যুঞ্জয় ৮-১-৩৩-৩, জিয়াউর ৬-১-১২-৩, সানজামুল ৮-০-৩১-১, তাইবুর ২-০-৩-১)

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ২৬.৩ ওভারে ১৬০/১ (সৈকত ৭৭*, সাইফ ৫২, ইমরুল ২৬*; আশিকুর ৩-১-১৮-০, হুসনা হাবিব ৮-০-২৮-০, মাহমুদুল ২-০-১৩-০,অনিক ৩-০-২১-০, আকবর উর রহমান ৮-০-৪৮-১, মেহরব ২-০-১৫-০, আল আমিন জুনি. ১-০-১৫-২)

ফল:শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ:জিয়াউর রহমান