রাসেলের ৮ ছক্কার ঝড়ে উড়ে গেল পাঞ্জাব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2022 12:23 AM BdST Updated: 02 Apr 2022 12:23 AM BdST
-
খুনে ব্যাটিং করার পথে আন্দ্রে রাসেলের একটি শট। ছবি: বিসিসিআই।
মুখোমুখি প্রথম ৮ বলে রান করলেন কেবল ২। হারপ্রিত ব্রারকে মিডউইকেট দিয়ে ৯০ মিটার ছক্কায় উড়িয়ে ডানা মেললেন। এরপর কেবল একের পর এক বল আছড়ে ফেললেন গ্যালারিতে। কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার আন্দ্রে রাসেলের এই ঝড়ে স্রেফ উড়ে গেল পাঞ্জাব কিংস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার দেখা মেলে রাসেলের বিস্ফোরক রূপ। পাঞ্জাবের বোলারদের এদিক-ওদিক উড়িয়ে অপরাজিত থাকেন ৭০ রানে। তার ৩১ বলের ইনিংসে ৮ ছক্কায় সঙ্গে ছিল দুটি চার।
উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে পাঞ্জাবকে ১৩৭ রানে গুঁড়িয়ে দেয় কলকাতা। ভারতীয় এই পেসার ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট।
ছোট লক্ষ্যে খেলতে নেমে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায় পড়ে যায় কলকাতা। কিন্তু রাসেল যেন তুড়ি মেরে উড়িয়ে দেন সেই কালো মেঘ। ৩৩ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।
রাহুল চাহারের করা সপ্তম ওভারে শ্রেয়াস আইয়ার ও নিতিশ রানা ফেরার পর উইকেটে গিয়ে শুরুতে একটু সময় নেন রাসেল। পরে হারপ্রিতকে তিন বলের মধ্যে দুই ছক্কা মেরে গা ঝাড়া দেন তিনি।
দুই দলের বাকি ব্যাটসম্যানরা যে উইকেটে রান করতে ভুগছিলেন সেখানে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন রাসেল। ঝড় বইয়ে দেন তার স্বদেশী অলরাউন্ডার ওডিন স্মিথের ওপর। গতিময় এই পেসারকে ওভারে চার ছক্কার সঙ্গে মারেন এক চার।
পরে আর্শদিপ সিংকে চার মেরে ২৬ বলে ফিফটি স্পর্শ করেন রাসেল। আইপিএলে যা তার দশম ফিফটি। ওই ওভারের শেষ বলে দুর্দান্ত শটে কাভারের ওপর দিয়ে ছক্কায় ওড়ান তিনি।
পঞ্চদশ ওভারে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের লেগ স্পিনে টানা দুই ছক্কা মেরে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। লক্ষ্য তাড়ায় কলকাতার অর্ধেকের বেশি রানই আসে রাসেলের ব্যাট থেকে।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ