রান জোয়ারে নাঈমের ফিফটি, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল চিরাগ

প্রিমিয়ার লিগে নাঈম ইসলামের ব্যাটে রানের জোয়ার চলছেই। অভিজ্ঞ এই ব্যাটসম্যান উপহার দিলেন টানা ষষ্ঠ পঞ্চাশোর্ধ ইনিংস। এবার যদিও থেমে গেলেন ফিফটি পেরিয়েই। ব্যাটে-বলে আলো ছড়ালেন চিরাগ জানি। আরেকটি জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 01:33 PM
Updated : 31 March 2022, 01:33 PM

লিগে ফেরা সিটি ক্লাব বন্দি রইল হারের বৃত্তেই। এবার রূপগঞ্জের বিপক্ষে তারা হারল ২২ রানে।

ইউল্যাব ক্রিকেট মাঠে বৃহস্পতিবার ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। রূপগঞ্জ ৯ উইকেট হারিয়ে তোলে ২২৫ রান।

অবিশ্বাস্য ফর্মে থাকা নাঈম এবার করেন ৫২ রান। লিগে তার আগের পাঁচ ইনিংস যথাক্রমে ৯২, ৯৫, ৯১, ১২৪ ও অপরাজিত ১১৪।

রান তাড়ায় জাকিরুল ইসলাম ও আশিক উল আলমের ফিফটির পরও সিটি ক্লাব গুটিয়ে যায় ২০৩ রানে।

ব্যাট হাতে ৬৪ বলে ৫১ রানের পর হাত ঘুরে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা চিরাগ। ভারতীয় এই ক্রিকেটার টানা দুই ম্যাচে হলেন ‘ম্যান অব দা ম্যাচ।’

দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রুপগঞ্জের শুরুটা ভালো হয়নি। ৪৫ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার ইরফান শুক্কুর (১৯) ও সাব্বির হোসেন (১৪)।

তৃতীয় উইকেটে ১০৭ রানের বড় জুটিতে দলকে এগিয়ে নেন নাঈম ও চিরাগ। ফিফটি করে দুই সেট ব্যাটসম্যান বিদায় নেন ৮ বলের মধ্যে। দুই জনই ধরা পড়েন বাউন্ডারিতে।

৭৫ বলে নাঈমের ৫২ রানের ইনিংস গড়া ৫ চারে। চিরাগের ৫১ রানের ইনিংসে ৪টি চারের পাশে ছক্কা একটি।

২ চারে ১৬ বলে ১৮ রান করে বোল্ড হয়ে যান সাব্বির রহমান। মাশরাফি বিন মুর্তজা ২ রান করে বিদায় নেন রান আউটে। তানবীর হায়দারের ২টি করে চার-ছক্কায় ২৫ বলে ৩৪ রানের ক্যামিওতে দুইশ ছাড়ায় রুপগঞ্জের সংগ্রহ।

সিটি ক্লাবের হয়ে আব্দুল হালিম ও উসমান খালিদ নেন ৩টি করে উইকেট।

জবাবে ইনিংসের দ্বিতীয় বলেই শাহরিয়ার কমলকে হারায় সিটি ক্লাব। এরপর নিয়মিত উইকেট হারানো দলটি জয়ের আশা জাগাতে পারেনি কখনোই।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাকিরুল এবার ৫০ বলে ৯ চারে করেন সর্বোচ্চ ৫৬ রান। ৬৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৫২ রান করেন আশিক। পরে আবদুল্লাহ মামুনের ২৪ ও খালিদের ৩২ রানে পরাজয়ের ব্যবধানই কমে শুধু।

চিরাগের ৪টি ছাড়া তরুণ পেসার মেহেদি হাসান রানার প্রাপ্তি ২টি। বাকি চার বোলার নেন একটি করে উইকেট।

ছয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। পাঁচ ম্যাচের সবগুলো হেরে ১১ দলের মধ্যে সবার নিচে আছে সিটি ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর:

লেজন্ডেস অব রূপগঞ্জ: ৪০ ওভারে ২২৫/৯ (শুক্কুর ১৯, সাব্বির হোসেন ১৪, চিরাগ ৫১, নাঈম ৫২, সাব্বির রহমান ১৮, রকিবুল ২, মাশরাফি ২, তানবীর ৩৪*, মেহেদি রানা ৩, আল আমিন ৮, নাবিল ১*; হালিম ৮-১-৪৬-৩, শাহরিয়ার আলম ৫-০-৫৩-১, খালিদ ৮-১-২৮-৩, রুয়েন ৩-০-১০-১, মইনুল ৮-০-৩৯-০, মইনুল সোহেল ৪-০-২২-০, রাবিজুল ৪-০-২২-০)

সিটি ক্লাব: ৩৭.৫ ওভারে ২০৩ (কমল ০, মইনুল ৩, জাকিরুল ৫৬, রুয়েন ৪, আশিক ৬২, মইনুল সোহেল ২১, আল মামুন ২৪, খালিদ ৩২, রাজিবুল ১, হালিম ৮, শাহরিয়ার আলম ০*; আল আমিন ৭-১-৩৮-১, নাবিল ৮-০-৪৭-১, মাশরাফি ৮-০-৩৯-১, চিরাগ ৬.৫-০-২৮-৪, মেহেদি রানা ৫-০-৩৪-২, নাঈম ৩-০-১৭-১)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ২২ রানে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: চিরাগ জানি