ইংল্যান্ডে ছাঁটাই হওয়া থর্প আফগানদের কোচ

অ্যাশেজ সিরিজে ভরাডুবির পর ইংল্যান্ডের সহকারী কোচের পদ হারানো গ্রাহাম থর্প পেলেন নতুন দায়িত্ব। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংলিশ সাবেক এই ক্রিকেটারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 04:31 PM
Updated : 29 March 2022, 04:31 PM

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে থর্পকে পূর্ণ-মেয়াদে দায়িত্ব দেওয়ার কথা  জানায়।

গত নভেম্বরে আফগানদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ল্যান্স ক্লুজনার। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্টুয়ার্ট ল-কে দায়িত্ব দেয় তারা। স্থায়ীভাবে নতুন কোচ হিসেবে এবার পদটি পেলেন ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলা থর্প।

গত এক দশকের বেশি সময় ধরে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন থর্প। অস্ট্রেলিয়ায় সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ড দলে অনেক পরিবর্তন আনা হয়। চাকরি হারান থর্পসহ প্রধান কোচ ক্রিস সিলভারউড, ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস।

আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। সিরিজে একটি টেস্টের সঙ্গে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওই সফর দিয়েই শুরু হবে আফগানিস্তানের কোচ হিসেবে থর্পের পথচলা।

এরপর অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলবে আফগানরা। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবে তারা।