ইংল্যান্ডে ছাঁটাই হওয়া থর্প আফগানদের কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2022 10:31 PM BdST Updated: 29 Mar 2022 10:31 PM BdST
অ্যাশেজ সিরিজে ভরাডুবির পর ইংল্যান্ডের সহকারী কোচের পদ হারানো গ্রাহাম থর্প পেলেন নতুন দায়িত্ব। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংলিশ সাবেক এই ক্রিকেটারকে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে থর্পকে পূর্ণ-মেয়াদে দায়িত্ব দেওয়ার কথা জানায়।
গত নভেম্বরে আফগানদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ল্যান্স ক্লুজনার। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্টুয়ার্ট ল-কে দায়িত্ব দেয় তারা। স্থায়ীভাবে নতুন কোচ হিসেবে এবার পদটি পেলেন ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলা থর্প।
গত এক দশকের বেশি সময় ধরে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন থর্প। অস্ট্রেলিয়ায় সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ড দলে অনেক পরিবর্তন আনা হয়। চাকরি হারান থর্পসহ প্রধান কোচ ক্রিস সিলভারউড, ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস।
আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। সিরিজে একটি টেস্টের সঙ্গে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওই সফর দিয়েই শুরু হবে আফগানিস্তানের কোচ হিসেবে থর্পের পথচলা।
এরপর অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলবে আফগানরা। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবে তারা।
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল