ব্যাটিং ব্যর্থতায় বড় হারে শেষ বাংলাদেশের বিশ্বকাপ

বিশ্বকাপজুড়ে যা দেখা গেছে, শেষ ম্যাচেও সেই চেনা দৃশ্যাবলির মঞ্চায়ন যেন। আরও একবার বোলারদের লড়াই, আরেকবার ব্যাটারদের ব্যর্থতা। ব্যাটিং নিয়ে আক্ষেপের সেই চেনা চক্রে ঘুরপাক খেয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2022, 05:10 AM
Updated : 27 March 2022, 10:40 AM

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অভিযান শেষ হলো বড় হার দিয়ে। ১০০ রানের জয়ে ইংল্যান্ড পা রাখল সেমি-ফাইনালে।

ওয়েলিংটনে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের খুব বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। একশ রানের নিচে চার উইকেট হারানো বর্তমান চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত করতে পারে ২৩৪।

রান তাড়ায় কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি বাংলাদেশ। ধুঁকতে ধুঁকতে তারা করতে পারে ১৩৪।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য ছিল দারুণ। ব্যাটিংয়ে নেমে ইংলিশরা বড় ধাক্কা খায় পঞ্চম ওভারে। আগের ম্যাচে ৭৬ রান করা ড্যানি ওয়াটকে এবার ৬ রানে ফেরান জাহানারা আলম। একটু বাড়তি লাফানো বলে পয়েন্টে ক্যাচ নেন ফাহিমা খাতুন।

খানিক পর ইংলিশ অধিনায়ক হিদার নাইটকে দারুণ এক ডেলিভারিতে বিদায় করেন টুর্নামেন্টে অসাধারণ বল করা সালমা খাতুন।

তৃতীয় উইকেটে ট্যামি বিউমন্ট ও ন্যাট সিভার গড়েন ৬০ রানের জুটি। এই দুজনকে পরপর দুই ওভারে ফেরায় বাংলাদেশ। ৩৩ রান করে বিউমন্ট ফেরেন রিতু মনির বলে। লেগ স্পিনার ফাহিমার শিকার বিপজ্জনক সিভার (৪০)।

২৬ ওভারে ইংল্যান্ডের রান তখন ৪ উইকেট ৯৬। পঞ্চম উইকেটে অ্যামি জোন্স ও সোফিয়া ডাঙ্কলি ৭২ রানের জুটিতে টেনে নেন দলকে।

আরও একবার বোলিংয়ে ভালো করে বাংলাদেশ। ছবি: আইসিসি।

জোন্সকে ৩১ রানে থামান লতা মণ্ডল। তবে ডাঙ্কলি দারুণ খেলে ইংল্যান্ডকে নিয়ে যান নিরাপদ সংগ্রহের পথে। ৭২ বলে ৮ চারে ৬৭ রান করে ডাঙ্কলি আউট হন সালমার বলে।

শেষ দিকে ক্যাথেরিন ব্রান্ট (২২ বলে ২৪*) ও সোফি এক্লেস্টোন (১১ বলে ১৭*) একটু দ্রুত বাড়ান রান।

ইংলিশ বোলিং আক্রমণের বিপক্ষ ২৩৪ রান বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরেই ছিল। কিন্তু লড়াইয়ের ছাপও ছিল না রান তাড়ায়।

শারমিন আক্তার ও একাদশে ফেরা শামিমা সুলতানা উইকেট আগলে রেখে নিরাপদ পথে হাঁটার কৌশল নেন। তাতে ৪২ রানের জুটি গড়ে ওঠে বটে, কিন্তু ওভার লেগে যায় প্রায় ১৮টি!

থিতু হওয়ার পর বড় ইনিংস খেলতে ব্যর্থ দুজনই; ৬৩ বলে ২৩ করে ফেরেন শামিমা, ৫০ বলে ২৩ শারমিন।

তিনে নেমে দলের সেরা ব্যাটার ফারজানা হক বিদায় নেন ৩২ বলে ১১ করে। অধিনাক নিগার সুলতানা আরও একবার ভালো শুরুর পর ব্যর্থ ইনিংস বড় করতে (৩৭ বলে ২২)।

এরপর রুমানা আহমেদ, সালমা খাতুনদের ব্যর্থতায় দল পেছনে পড়তে থাকে আরও। অভিজ্ঞ লতা মণ্ডল খানিকটা লড়াই করেন ৪৫ বলে ৩০ রানের ইনিংস খেলে। পরে ৮ রানের মধ্যে পতন হয় শেষ ৪ উইকেটের।

বাংলাদেশের প্রথম বিশ্বকাপ শেষ হলো পাকিস্তানের বিপক্ষে একটি জয় নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ পেলেও তা হাতছাড়া হয় ব্যাটিং ব্যর্থতায়।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৩৪/৬ (বিউমন্ট ৩৩, ওয়াট ৬, নাইট ৬, সিভার ৪০, জোন্স ৩১, ডাঙ্কলি ৬৭, ব্রান্ট ২৪*, এক্লেস্টোন ১৭*; জাহানারা ৮-০-৩৯-১, সালমা ১০-০-৪৬-২, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-১-৩৬-১, ফাহিমা ৪-০-২৪-১, রুমানা ৩-০-১৩-০, লতা ৬-০-৩২-১)

বাংলাদেশ: ৪৮ ওভারে ১৩৪ (শামিমা ২৩, শারমিন ২৩, ফারজানা ১১, নিগার ২২, রুমানা ৬, লতা ৩০, সালমা ২, রিতু ১১, নাহিদা ০, ফাহিমা ০, জাহানারা ৩*; ব্রান্ট ৫-৩-৭-০, সিভার ৪-১-১৩-০, এক্লেস্টোন ১০-৪-১৫-৩, ক্রস ৫-০-১৮-০, ডিন ৯-০-৩১-৩, ডেভিস ১০-০-৩৬-২, নাইট ৫-০-১৪-১)

ফল: ইংল্যান্ড ১০০ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: সোফিয়া ডাঙ্কলি