আইপিএল শুরুর ম্যাচে কলকাতার জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2022 12:15 AM BdST Updated: 27 Mar 2022 12:19 AM BdST
-
ছবি: আইপিএল
-
ছবি: আইপিএল
-
ছবি: আইপিএল
তিন বছর পর আইপিএলে ফিফটি পেলেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের চূড়ায় লাসিথ মালিঙ্গাকে স্পর্শ করলেন ডোয়াইন ব্রাভো। তাদের প্রাপ্তির ম্যাচটা অবশ্য জয়ে রাঙাতে পারল না চেন্নাই সুপার কিংস। নতুন আসরের উদ্বোধনী ম্যাচে গতবারের দুই ফাইনালিস্টের লড়াইয়ে জয়ের হাসি কলকাতা নাইট রাইডার্সের।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার ৬ উইকেটে জিতেছে কলকাতা। চেন্নাইয়ের ১৩১ রান ছাড়িয়ে গেছে ৯ বল বাকি থাকতে।
মুম্বাইয়ের হয়ে ১৭০ উইকেট নিয়ে আইপিএলে উইকেট শিকারীদের চূড়ায় এতদিন একা ছিলেন লঙ্কান পেসার মালিঙ্গা। এই ম্যাচে ২০ রানে ৩ উইকেট নিয়ে তার পাশে বসলেন ব্রাভো।
নেতৃত্ব ছেড়ে স্রেফ কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলা ধোনি আইপিএলে ২৮ ইনিংস পর পেলেন ফিফটি। নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটিতে মোটামুটি একটা সংগ্রহ এনে দেন তিনি। তা নিয়ে শেষ পর্যন্ত অবশ্য লড়াই করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।
টোকিও অলিম্পিকসে ভারতকে পদক এনে দেওয়া খেলোয়াড়দের সম্মাননা জানানো হয় ম্যাচ শুরুর আগে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কদিন আগে চিরবিদায় নেওয়া কিংবদন্তি লেগ স্পিনার ও আইপিএলের প্রথম শিরোপাজয়ী অধিনায়ক শেন ওয়ার্নকে।

ছবি: আইপিএল
ঝড়ের আভাস দিয়েই থেমে যান রবিন উথাপা। দুটি করে ছক্কা ও চারে করেন ২১ বরে ২৮। রান আউট হয়ে থামেন অম্বাতি রায়ডু।
একাদশ ওভারে ৬১ রানে ৫ উইকেট হারানো চেন্নাই ১৩১ পর্যন্ত যায় সাবেক ও বর্তমান অধিনায়কের ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে। এক ছক্কায় ২৮ বলে ২৬ রান করেন জাদেজা।
শেষ দিকে ঝড় তোলা ধোনি ৭ চার ও এক ছক্কায় ৩৮ বলে করেন ৫০। শেষ ৩ ওভারে আসে ৪৭ রান।
রান তাড়ায় ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভালো শুরু পায় কলকতা। ব্রাভোর বলে ভেঙ্কটেশ কট বিহাইন্ড হলে ভাঙে ৪৩ রানের জুটি। ১৭ বলে ২১ রান করা নিতিশ রানাকেও থামান ক্যারিবিয়ান অলরাউন্ডার।

ছবি: আইপিএল
শেলডন জ্যাকসনকে নিয়ে বাকিটা সারেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
পাওয়ার প্লেতে ৩ ওভারে কেবল ১২ রান দিয়ে দুই ওপেনারের উইকেট নেওয়া পেসার উমেশ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৩১/৫ (রুতুরাজ ০, কনওয়ে ৩, উথাপা ২৮, রায়ডু ১৫, জাদেজা ২৬*, দুবে ৩, ধোনি ৫০*; উমেশ ৪-০-২০-২, মাভি ৪-০-৩৫-০, বরুণ ৪-০-২৩-১, নারাইন ৪-০১৫-০, রাসেল ৪-০-৩৮-১)
কলকাতা নাইট রাইডার্স: ১৮.৩ ওভারে ১৩৩/৪ (রাহানে ৪৪ , ভেঙ্কটেশ ১৬, রানা ২১, শ্রেয়াস ২০*, বিলিংস ২৫, জ্যাকসন ৩*; তুষার ৩-০-২৩-০, মিল্ন ২.৩-০-১৯-০, স্যান্টনার ৪-০-৩১-০, ব্রাভো ৪-০-২০-৩, দুবে ১-০-১১-০, জাদেজা ৪-০-২৫-০)
ফল: কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: উমেশ যাদব
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব