দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

‘আমরা এমন কিছু করতে চাই, যা আগে কোনো বাংলাদেশ দল এখানে করতে পারেনি’- সিরিজ শুরুর আগে বলেছিলেন রাসেল ডমিঙ্গো। কোচের কথা বাস্তবে প্রমাণ করে দেখালেন তার শিষ্যরা। সেটিও একবার নয়, দুই-দুইবার! দক্ষিণ আফ্রিকায় দলটির বিপক্ষে প্রথম জয়ের অপূর্ণতা ঘোচানোর পর প্রথমবার সিরিজ জয়ের অনির্বচনীয় স্বাদও পেল বাংলাদেশ।

আবু হোসেন পরাগবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2022, 10:20 AM
Updated : 23 March 2022, 04:33 PM

বড় জয়ে সিরিজ বাংলাদেশের

নতুন বলে শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের আলগা বোলিংয়ে শুরু, সেই সুযোগে যা একটু দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। বাকিটা শুধুই বাংলাদেশের। শুরুর বিবর্ণতা কাটিয়ে তারা ঘুরে দাঁড়াল দোর্দণ্ড প্রতাপে। সামনে থেকে দলকে পথ দেখালেন তাসকিন আহমেদ। এই পেসার পাঁচ উইকেট নিয়ে লক্ষ্যটা রাখলেন নাগালে। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাকিটা সারলেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। ৯ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

১২৭ রানের উদ্বোধনী জুটিতে ভিত গড়ে দেন তামিম ইকবাল ও লিটন দাস। লিটন ফিরলেও সাকিব আল হাসানকে সঙ্গী করে দলের জয়ে নিয়ে ফেরেন তামিম। ১৫৫ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ১৪১ বল বাকি থাকতেই।

৮২ বলে ১৪ চারে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ২০ বলে ১৮ রান করেন সাকিব। কাগিসো রাবাদাকে সাকিবের দারুণ চারেই নিশ্চিত হয় জয়। 

উপমহাদেশের দলগুলোর জন্য সফর যেখানে বরাবরই কঠিন, যেখানে আগের সিরিজে হোয়াইটওয়াশড হয়ে এসেছিল শক্তিশালী ভারত, সেই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মাতল সিরিজ জয়ের উৎসবে।

দেশের বাইরে এতদিন বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল কেবল জিম্বাবুয়ে, কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজে। সেই তালিকায় যুক্ত হলো এবার দক্ষিণ আফ্রিকার নাম।

সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে অবস্থান আরও সংহত করল বাংলাদেশ। তাদের পয়েন্ট হলো ১২০। সরাসরি বিশ্বকাপ খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল তারা।  
সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪ (মালান ৩৯, ডি কক ১২, ভেরেইনা ৯, বাভুমা ২, ফন ডাসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮, রাবাদা ৪, এনগিডি ০, শামসি ৩*; শরিফুল ৭-০-৩৭-১, মুস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)

বাংলাদেশ: ২৬.১ ওভারে ১৫৬/১ (তামিম ৮৭*, লিটন ৪৮, সাকিব ১৮*, রাবাদা ৫.৩-০-৩৭-০, এনগিডি ৫-০-২৪-০, মহারাজ ৭-০-৩৬-১, শামসি ৭-০-৪১-০, প্রিটোরিয়াস ২-০-১৮-০)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: তাসকিন আহমেদ

ম্যান অব দা সিরিজ: তাসকিন আহমেদ

লিটনের বিদায়ে ভাঙল শুরুর জুটি

অল্পের জন্য ফিফটি পেলেন না লিটন কুমার দাস। তার বিদায়ে ভাঙল ১২৭ রানের উদ্বোধনী জুটি।

বাঁহাতি স্পিনার কেশভ মহারাজকে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন লিটন। তবে টাইমিং হয়নি ঠিকমতো। শর্ট কাভারে ক্যাচ নেন টেম্বা বাভুমা।

৫৭ বলে ৮ চারে লিটন করেন ৪৮ রান। এর আগেই তামিম ইকবালের সঙ্গে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।

২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৮। আর দরকার মাত্র ২৭ রান।

৬৮ বলে ৭৭ রানে খেলছেন তামিম। নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।

তামিম-লিটনে বাংলাদেশের ‘প্রথম’

রান তাড়ায় দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তামিম ইকবাল ও লিটন দাস। ১০৩ বলে স্পর্শ করেছে তাদের জুটির শতরান।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে এই প্রথম শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ, যেকোনো উইকেটে দ্বিতীয় শতরান ছোঁয়া জুটি। প্রথম ম্যাচে চতুর্থ উইকেটে ১১৫ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও ইয়াসির আলি চৌধুরি।

দেশটিতে প্রথম উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল এই সিরিজেই প্রথম ম্যাচে তামিম ও লিটনের ৯৫ রানের জুটি।

১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৭ রান। আর দরকার ৪৮ রান। তামিম ৬৪ বলে ৭৪ ও লিটন ৪৪ বলে ৩১ রানে ব্যাট করছেন।

তামিমের দারুণ ফিফটি

রান তাড়ায় দলকে দারুণ এক ফিফটি উপহার দিলেন তামিম ইকবাল। ৫২ বলে বাংলাদেশ অধিনায়ক পূর্ণ করলেন পঞ্চাশ।

পঞ্চদশ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে সিঙ্গেল নিয়ে তামিম স্পর্শ করেন সিরিজে প্রথম ফিফটি। এই সময়ে তিনি চার মারেন ৯টি।

১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৮১। আর দরকার ৭৪ রান।

৫২ বলে ৫০ রানে ব্যাট করছেন তামিম, ৩৮ বলে ২৯ রানে লিটন কুমার দাস।

পাওয়ার প্লেতে পঞ্চাশ পেরিয়ে বাংলাদেশ

প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে কাগিসো রাবাদাকে চারটি চার মারলেন তামিম ইকবাল। এর মধ্যে শেষ তিন বলে টানা তিনটি। বাংলাদেশ পেরিয়ে গেল পঞ্চাশ।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৮ রান। আর দরকার ৯৭ রান। তামিম ৩৫ বলে ৪০ রানে খেলছেন, ২৫ বলে ১৭ রানে লিটন।

তামিম-লিটনে সাবধানী শুরু

ছোট লক্ষ্য তাড়ায় দেখেশুনে খেলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

কাগিসো রাবাদার বলে শূন্য রানে জীবন পাওয়ার পর এই পেসারকে দারুণ একটি চার মারেন লিটন। লুঙ্গি এনগিডির বলে ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পাওয়ার পর রাবাদাকে চার হাঁকান তামিম।

৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৯। এখনও প্রয়োজন ১৩৬। তামিম ১৭ বলে ১০ ও লিটন ১৩ বলে ৮ রানে ব্যাট করছেন।

জীবন পেলেন লিটন

রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারাতে বসেছিল বাংলাদেশ। ক্যাচ দিয়েও বেঁচে গেছেন লিটন কুমার দাস।

কাগিসো রাবাদার অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করেন ডানহাতি ব্যাটসম্যান। পয়েন্টে বল মুঠোয় জমাতে পারেননি কেশভ মহারাজ।

তখন শূন্য রানে ব্যাট করছিলেন লিটন। প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩ রান। লিটন ও তামিম ইকবাল দুই জনই ১ রানে ব্যাট করছেন।

সিরিজ জিততে চাই ১৫৫

বোলিংয়ে শুরুর বিবর্ণতা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সামনে থেকে দলকে পথ দেখালেন তাসকিন আহমেদ। তার পাঁচ উইকেট পাওয়ার দিনে বাংলাদেশ পেল ছোট লক্ষ্য।

আগে ব্যাটিংয়ে নেমে একটা পর্যায়ে বিনা উইকেটে ৪৬ থেকে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৫৪ রানে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দলটির সর্বনিম্ন স্কোর এটিই। ২০১৫ সালে মিরপুরে ১৬২ রান ছিল আগের সর্বনিম্ন।

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১৫৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪ (মালান ৩৯, ডি কক ১২, ভেরেইনা ৯, বাভুমা ২, ফন ডাসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮, রাবাদা ৪, এনগিডি ০, শামসি ৩*; শরিফুল ৭-০-৩৭-১, মুস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)

রান আউটে শেষ

আগের ওভারে ক্যাচ দিয়ে জীবন পাওয়া কেশভ মহারাজ টিকলেন না বেশিক্ষণ। তার রান আউটে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

৩৯ বলে ৪টি চারে ২৮ রান করেন মহারাজ। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৫৪ রানে।

৩৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন।

ক্যাচ ফেললেন ইয়াসির

১৫১ রানে গুটিয়ে যেতে পারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু কেশভ মহারাজের সহজ ক্যাচ ফেলেন ইয়াসির আলি চৌধুরি।

শরিফুল ইসলামের শর্ট বল আকাশে তোলেন ব্যাটসম্যান। মিড অনে বল ইয়াসিরের হাত ফসকে তার মাথায় পড়ে। তখন ২৬ রানে ব্যাট করছিলেন মহারাজ।

সাকিবের দ্বিতীয়

ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট পেলেন সাকিব আল হাসান। এবার তিনি ফিরিয়ে দিলেন লুঙ্গি এনগিডিকে।

বাঁহাতি স্পিনারকে বেরিয়ে এসে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন এনগিডি। বল উঠে যায় আকাশে। মিড অফে ক্যাচ নেন বদলি ফিল্ডার নাজমুল হোসেন শান্ত।

১৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এনগিডি। ৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯ উইকেটে ১৪৪ রান।

কেশভ মহারাজ ৩২ বলে ২১ রান খেলছেন। শেষ ব্যাটসম্যান তাবরাইজ শামসি।

মাঠ ছাড়লেন মুশফিক

কাগিসো রাবাদার ক‍্যাচ ধরার উচ্ছ্বাসে বল ছুঁড়তে গিয়ে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন উইকেটকিপার মুশফিকুর রহিম। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়িয়েছেন লিটন কুমার দাস।

তাসকিনের পাঁচ উইকেট

শুরু থেকে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। এবার একই ওভারে ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে ফিরিয়ে পূর্ণ করলেন পাঁচ উইকেট।

লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন দক্ষিণ আফ্রিকার শেষ স্বীকৃত ব্যাটসম্যান মিলার। ৩১ বলে ২ চারে তিনি করেন ১৬ রান।

এক বল পরই পেতে পারতেন রাবাদার উইকেট। অল্পের জন্য স্লিপ ফিল্ডারের হাতে ক্যাচ যায়নি। পরের বলেই মেলে উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে কিপারের গ্লাভসে ক্যাচ দেন রাবাদা।

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন তাসকিন। ২০১৫ সালে মিরপুরে অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ২৮ রানে।

একই সঙ্গে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে পাঁচ উইকেট পেলেন তিনি। ২০১২ সালে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পর প্রথম কোনো সফরকারী পেসার দক্ষিণ আফ্রিকায় এই কৃতিত্ব দেখালেন।

দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৮ উইকেটে ১২৬। উইকেটে কেশব মহারাজের সঙ্গী লুঙ্গি এনগিডি।

তাসকিনের আরেকটি

প্রথম স্পেলে দারুণ বোলিং করা তাসকিন আহমেদ দ্বিতীয় স্পেলের শুরুটাও করলেন দারুণ। ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় উইকেট নিলেন তিনি।

ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে যান প্রিটোরিয়াস। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে।

২৯ বলে একটি করে চার ও ছক্কায় তিনি করেন ২০ রান। ২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১০৭।

শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ১৭ বলে ৮ রান খেলছেন ডেভিড মিলার। নতুন ব্যাটসম্যান কেশভ মহারাজ।

শরিফুলের শিকার ফন ডাসেন

দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম বলেই উইকেট পেলেন শরিফুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন রাসি ফন ডার ডাসেনকে।

বাঁহাতি পেসারের বাড়তি বাউন্স পাওয়া বলটা বুঝতেই পারেননি ডানহাতি ব্যাটসম্যান। ব্যাটের ওপরের কানা ছুঁয়ে জমা পড়ে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে।

বিনা উইকেটে ৪৬ থেকে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৫ উইকেটে ৮৩, ১৮.১ ওভারে।

৮ বলে ৪ রানে খেলছেন ডেভিড মিলার। নতুন ব্যাটসম্যান ডোয়াইন প্রিটোরিয়াস।

বাভুমাকে ফেরালেন সাকিব

টেম্বা বাভুমাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

বাঁহাতি স্পিনারকে বেশ আগেই সুইপ করতে যান ডানহাতি ব্যাটসম্যান। বল আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ১১ বলে করেন ২ রান।

১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৭১। উইকেটে রাসি ফন ডাসেনের সঙ্গী ডেভিড মিলার।

তাসকিনের দ্বিতীয় শিকার মালান

পরপর দুই ওভারে দুই উইকেট পেলেন তাসকিন আহমেদ। এবার তিনি ফিরিয়ে দিলেন ফিফটির সম্ভাবনা জাগানো ইয়েনামান মালানকে।

ডানহাতি পেসারকে একটু বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মালান। অফ স্টাম্পের বাইরে বাড়তি বাউন্স পাওয়া ডেলিভারি তার ব্যাটে ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।

৫৬ বলে ৭ চারে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৩৯ রান। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৭০।

৯ বলে ২ রানে খেলছেন টেম্বা বাভুমা। নতুন ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন।

তাসকিনের প্রথম

টিকতে পারলেন না কাইল ভেরেইনা। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেল দ্বিতীয় সাফল্য।

তাসকিনের বলটা যদিও ভালো ছিল না। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেন ভেরেইনা। বল তার ব্যাটে লেগে ভেঙে দেয় স্টাম্প।

১৬ বলে একটি চারে ভেরেইনা করেন ৯ রান। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৬৬।

৫১ বলে ৩৮ রানে খেলছেন ইয়ানেমান মালান। নতুন ব্যাটসম্যান অধিনায়ক টেম্বা বাভুমা।

পাওয়ার প্লেতে এক উইকেট

প্রথম পাওয়ার প্লেতে একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

১০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৫৭। ইয়ানেমান মালান ৪৮ বলে ৩৬ ও কাইল ভেরেইনা ৪ বলে ২ রানে ব্যাট করছেন।

ঝড় তোলার আগেই ডি কককে ফেরালেন মিরাজ

মেহেদী হাসান মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। এই অফ স্পিনার নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিলেন বিধ্বংসী ওপেনার কুইন্টন ডি কককে।

মিরাজের আগের বল কাভার দিয়ে চার মারেন ডি কক। পরের বলটা তিনি ওড়াতে চেয়েছিলেন লং অফের ওপর দিয়ে। কিন্তু টাইমিং হয়নি ঠিকমতো। লং অফে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

আগের ম্যাচে ঝড় তুলে ফিফটি করা ডি কক এবার ৮ বলে ২ চারে করেন ১২ রান। ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৪৬।

৩৩ বলে ২৯ রানে খেলছেন ইয়েনেমান মালান। নতুন ব্যাটসম্যান কাইল ভেরেইনা।

পঞ্চম ওভারেই আক্রমণে স্পিনার

শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান নতুন বলে তাদের প্রথম ওভার ভালো করলেও পরে ধরে রাখতে পারেনি লাইন-লেংথ। তাদের আলগা বল পেয়ে একের পর এক বাউন্ডারি মারেন ইয়ানেমান মালান।

তাই পঞ্চম ওভারে এক প্রান্তে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মিরাজও অবশ্য হজম করেন একটি বাউন্ডারি।

৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩১। মালান ২৬ বলে ২০ ও কুইন্টন ডি কক ৪ বলে ৬ রানে খেলছেন।

শুরুতেই রিভিউ নষ্ট

ইনিংসের দ্বিতীয় বলেই একটি রিভিউ হারাল বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে ইয়ানেমান মালানের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো তারা।

বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বল ডিফেন্ড করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। বল তার ব্যাট ঘেঁষে জমা পড়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। বোলারের আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

তামিম ইকবালকে বারবার রিভিউ নিতে বলছিলেন শরিফুল। কিন্তু রিপ্লেতে দেখা যায়, ব্যাট স্পর্শ করেনি বল।

দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন

দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল। তার জায়গায় সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।

বাংলাদেশের অপরিবর্তিত একাদশ

টানা ছয় ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। সুযোগের জন্য তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের অপেক্ষা তাই আরও বেড়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি।

উইকেট 'ব্যাটিং সহায়ক'

টস জিতে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। বড় রান তুলে তারা বাংলাদেশকে চাপে রাখতে চান।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের আশা, দুই ইনিংসেই উইকেটের আচরণ একই থাকবে।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও টস জিতলেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবার নিলেন আগে ব্যাটিং। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। সিরিজে প্রথমবার রান তাড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

সিরিজ জয়ের হাতছানি

প্রথম ম্যাচে জিতে ফুরায় দীর্ঘ অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের ম্যাচে জোহানেসবার্গে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। তবে দেশটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন এখনও জিইয়ে আছে বাংলাদেশের। সেই লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে তামিম ইকবালের দল।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বাংলাদেশকে বাড়তি আশা জোগাচ্ছে ম্যাচের ভেন্যুও। এই সেঞ্চুরিয়নেই প্রথম ম্যাচে বড় স্কোর গড়ে জয়ের ভিত রচনা করেছিল তারা। পরের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল তাদের ব্যাটিং।

দেশের বাইরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে কেবল জিম্বাবুয়ে, কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজে। এবার সেখানে দক্ষিণ আফ্রিকার নাম যুক্ত করার হাতছানি। যে দেশটিতে সবশেষ সিরিজে হোয়াইটওয়াশড হয়ে এসেছে শক্তিশালী ভারত।