১৪৬ রানের পুঁজি নিয়েও ইমরুলদের দারুণ জয়

স্পিন সহায়ক উইকেটে দাপট দেখাল দুই দলের স্পিনাররা। তাতে প্রথমে মুখ থুবড়ে পড়ল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ব্যাটিং। দেড়শ রানও করতে পারল না তারা। সানজামুল ইসলাম ও তাইবুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ছোট্ট এই পুঁজিই অবশ্য যথেষ্ট হলো। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দারুণ জয়ের আনন্দে ভাসল ইমরুল কায়েসের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 11:07 AM
Updated : 22 March 2022, 11:18 AM

বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মঙ্গলবার ১৪ রানে জিতেছে শেখ জামাল। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে শাইনপুকুরকে তারা গুঁড়িয়ে দিয়েছে ১৩২ রানে।

দুই ইনিংস মিলিয়ে ১৮ উইকেট নিয়েছেন স্পিনাররা।

টস হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামালকে অল্পতে থামিয়ে দেওয়ার মূল কৃতিত্ব রাহাতুল ফেরদৌস। বাঁহাতি স্পিনে ৩৫ রানে ৪ উইকেট নেন তিনি। দুটি করে প্রাপ্তি নাঈম হাসান ও হাসান মুরাদের।

রান তাড়ায় নেমে দুই বাঁহাতি স্পিনার সানজামুল ও তাইবুরের বোলিংয়ের সামনে খাবি খান শাইনপুকুরের ব্যাটসম্যানরা। ৪৩ রানে তিন উইকেট নেন তাইবুর। ৩৩ রানে চারটি নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সানজামুল।

ম্যাচের শুরুতে দ্বিতীয় ওভারেই সৈকত আলিকে হারায় শেখ জামাল। ঝাঁপিয়ে পড়ে দারুণ ফিরতি ক্যাচ নেন পেসার আসাদউজ্জামান পায়েল।

শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে পথে ফেরান সাইফ হাসান ও ইমরুল। হাসান মুরাদের বলে সাইফ স্লিপে ধরা পড়লে ভাঙে তাদের ৬০ রানের জুটি। অভিজ্ঞ জহুরুল ইসলামকে রানের খাতাই খুলতে দেননি নাঈম।

এক প্রান্ত আগলে রাখা ইমরুলকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন হাসান মুরাদ। ৪ চারে ৩৯ রান করেন শেখ জামাল অধিনায়ক।

বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে কিছুটা প্রতিরোধ গড়েন রবিউল ইসলাম। ৬ চারে ৪৮ রান করা এই ব্যাটসম্যান এলবিডব্লিউ হন রাহাতুলকে সুইপ করতে গিয়ে।

৫৭ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় শেখ জামাল।

জবাব দিতে নেমে শুরুতেই আনিসুল ইসলামকে হারায় শাইনপুকুর। উইকেটে অনেকটা সময় কাটানো অভিশেক মিত্রর স্টাম্প এলোমেলো করে দেন তাইবুর।

উইকেটে জমে গিয়েও ইনিংস বড় করতে পারেননি তাসামুল হক। এলবিডব্লিউ হন সানজামুলের বলে। মাহিদুল ইসলামকেও ফিরিয়ে দেন এই স্পিনার।

৮৭ রানে ৪ উইকেট হারানো শাইনপুকুরের জয়ের স্বপ্ন তখনও বেঁচে ছিল। কিন্তু সিকান্দার রাজা, নাঈমদের সেই পথে বেশিদূর যেতে দেননি শেখ জামালের স্পিনাররা।

দলের বিপর্যয়ে এক প্রান্তে লড়াই করে যান সাজ্জাদুল হক। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৮ রান নিয়ে।

শাইনপুকুরের শেষ পাঁচ ব্যাটসম্যানের একজনও যেতে পারেননি দুই অঙ্কে। শেষ ৭ উইকেট হারায় তারা ৪৫ রান তুলতে।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৩৬.৪ ওভারে ১৪৬ (সৈকত ৫, সাইফ ২০, ইমরুল ৩৯, জহুরুল ০, রবিউল ৪৮, তাইবুর ৭, পারভেজ ৪, জিয়াউর ৩, সানজামুল ০, মৃত্যুঞ্জয় ০*, সুমন ৬; আলাউদ্দিন ৫-০-১৫-০, আসাদউজ্জামান ৪-১-২৪-১, নাঈম ৮-০-৩১-২, হাসান মুরাদ ৮-২-১৯-২, রাজা ৬-০-২১-১, রাহাতুল ৫.৪-০-৩৫-৪)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৪ ওভারে ১৩২ (আনিসুল ৫, অভিশেক ১৩, তাসামুল ২৪, মাহিদুল ৩১, রাজা ১৩, সাজ্জাদুল ৩৮*, নাঈম ১, রাহাতুল ০, আলাউদ্দিন ১, হাসান মুরাদ ০, আসাদউজ্জামান ০; পারভেজ ১০-২-১৫-১, সানজামুল ১০-১-৩৩-৪, তাইবুর ১০-২-৪৩-৩, মৃত্যুঞ্জয় ৪-১-৪-১, রবিউল ৬-০-১৬-০, সাইফ ৪-০-২১-১)

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সানজামুল ইসলাম