আল আমিন জুনিয়রের ফিফটি, ব্যাটে-বলে উজ্জ্বল গুরিন্দর

শুরুতে হোঁচট খাওয়া দলকে টানলেন আল আমিন জুনিয়র। তাকে দারুণ সঙ্গ দিলেন গুরিন্দর সিং। তাদের কার্যকর দুটি পঞ্চাশ ছাড়ানো ইনিংসে আড়াইশর কাছে পুঁজি পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরে বল হাতেও জ্বলে উঠলেন ভারতীয় অলরাউন্ডার গুরিন্দর। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে অনায়াসেই হারাল দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2022, 01:38 PM
Updated : 21 March 2022, 02:16 PM

ইউল্যাব ক্রিকেট মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে সোমবার ৮৬ রানে জিতেছে গাজী গ্রুপ। ২৪৭ রানের লক্ষ্য দিয়ে খেলাঘরকে তারা থামিয়ে দিয়েছে ১৬০ রানে।

দারুণ ব্যাটিংয়ে ৬ চারে ৬১ রানের ইনিংস খেলেন আল আমিন জুনিয়র। গুরিন্দরের ব্যাট থেকে আসে ৭ চারে ৫৪। পরে বল হাতে তিন উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ রানেই দুই ওপেনারকে হারায় গাজী গ্রুপ। শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন ফরহাদ হোসেন ও আল আমিন। দুইজনে গড়েন ৭২ রানের জুটি।

অশোক মেনারিয়াকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন এক ছক্কা ও ৩ চারে ৩৯ রান করা ফরহাদ। আকবর আলিও এই ভারতীয় বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের শিকার।

গুরিন্দরকে নিয়ে দলের রান বাড়ান আল আমিন। ৮৪ বলে ফিফটি স্পর্শ করা এই ব্যাটসম্যানের প্রতিরোধ থামে নিহাদ উজ জামানের বলে এলবিডব্লিউ হয়ে। ভাঙে গুরিন্দরের সঙ্গে ৬২ রানের জুটি।

গুরিন্দর আরও কিছুক্ষণ উইকেটে কাটিয়ে পঞ্চাশে পা রাখেন ৬৭ বলে। তাকে বিদায় করেন মাসুম খান। শেষ দিকে জুবারুল ইসলাম অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন।

রান তাড়ায় গাজী গ্রুপের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে খেলাঘরের ব্যাটিং। ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

কিছুটা লড়াই করেন মাসুম খান। দলের সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। মেহেদি হাসান অপরাজিত থাকেন ৩৪ রান নিয়ে।

বাকি ব্যাটসম্যানদের কেউই ছুঁতে পারেননি ২০ রানও। একটি মাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি পায় খেলাঘর। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ব্যাটিংয়ে নামতে পারেননি অশোক।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৪৬/৭ (মারুফ ১৩, মাহমুদুল ৩, ফরহাদ ৩৯, আল আমিন জুনি. ৬১, আকবর ১, গুরিন্দর ৫৪, সাঈদ ১৬, জুবারুল ৩৫*, অনিক ১০*; মাসুম ১০-১-৫৯-৩, মেহেদি ৪-১-২৭-০, নিহাদ ১০-১-৫০-২, রনি ৯-০-৩৪-০, অশোক ১০-১-২৯-২, সাইফুল ৭-০-৪১-০)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৩৯.৩ ওভারে ১৬০/৯ (পিনাক ১২, হাসানউজ্জামান ১২, অমিত ০, প্রিতম ৭, নাদিফ ৮, নিহাদ ১৮, মাসুম ৪৪, মেহেদি ৩৪*, সাইফুল ৩, রনি ১১, অশোক (অ্যাবসেন্ট হার্ট) ; আশিকুর ৬-২-১১-২, গুরিন্দর ১০-২-৪০-৩, অনিক ৫-০-৩১-০, মাহমুদুল ৬-১-৩১-১, হুসনা হাবিব ৮.৩-১-২১-২, আল আমিন জুনি. ৪-০-১৮-০)

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: গুরিন্দর সিং