এশিয়া কাপ থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতের সামনে বাংলাদেশ

২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুইবারের দেখায়ই জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। প্রাথমিক পর্বের পর ফাইনালে শক্তিশালী দলটিকে হারিয়েই ঘরে তুলেছিল শিরোপা। যদিও আসরটি ছিল টি-টোয়েন্টি সংস্করণের। তবে সেই জয়ের অনুপ্রেরণাই ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামার আগে নিগার সুলতানাদের সঙ্গী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2022, 10:09 AM
Updated : 21 March 2022, 10:09 AM

প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে আসা বাংলাদেশ এরই মধ্যে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেয়েছে, পাকিস্তানের বিপক্ষে। এবার আরেক প্রতিবেশী দেশ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে তারা। বাংলাদেশ সময় মঙ্গলবার সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের মেয়েদের। এখন পর্যন্ত এই সংস্করণে চারবারের মুখোমুখি লড়াইয়ে হেরেছে প্রতিবার।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১২ ম্যাচ খেলেছে তারা। জয় এশিয়া কাপের ওই দুটি। বাকি ১০টিতেই হেরেছে বাংলাদেশ।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের চার বছর আগের ওই আসরে প্রাথমিক পর্বে ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আর ফাইনালে জেতে ৩ উইকেটে।

ভারতের সঙ্গে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাই আসছে ওয়ানডে ম্যাচে কাজে লাগবে বলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশ অধিনায়ক নিগার।

“ভারতের বিপক্ষে আমাদের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাই বেশি। ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের বিপক্ষে খেললে সব সময় অন্যরকম আমেজ বিরাজ করে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে যারা তাদের সঙ্গে খেলেছে।”

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতিতে বাধা দিয়েছে বৃষ্টি। তবে হ্যামিল্টনের কন্ডিশনে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস দলটির সঙ্গী। নিগার বললেন, ভালো করতে আশাবাদী তারা।

“আর উইকেট সম্পর্কেও আমরা জানি। শেষ হ্যামিল্টনে খেলেছি পাকিস্তানের সঙ্গে। উইকেট, কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। আমাদের প্রস্তুতি যতটুকু নেওয়ার নিলাম। আজ বৃষ্টির জন্য অনুশীলন করতে পারিনি। কিন্তু ইনডোরে কিছুটা সময় আমরা পার করেছি। তাছাড়া ওই উইকেটে ভালো খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, আমরা ভালো খেলব।”

ভারতের পর শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। তবে নিগার জানালেন, তারা কেবল আগামী ম্যাচেই মনোযোগ দিচ্ছেন।

“আমরা তিনটা ম্যাচের কথা চিন্তা করছি না। আগামীকাল যে ম্যাচ ভারতের বিপক্ষে সেটা নিয়ে চিন্তা করছি। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভালো খেলার চেষ্টা করব।”