দেশের মতো বাইরেও সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

দেশের মাটিতে অনেক দিন ধরেই বাংলাদেশ সমীহ করার মতো দল। আছে অসংখ‍্য সাফল‍্য। দেশের বাইরেও এখন নিজেদের ছাপ রাখতে শুরু করেছে তারা। এতে খেলোয়াড়দের স্বপ্নের পরিধিও বেড়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডেতে জয়ের পর যেমন মেহেদী হাসান মিরাজ বললেন, দেশের মতো বিদেশের মাটিতেও এখন জিততে চান সিরিজ, এমনকি বিশ্বকাপও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2022, 02:06 PM
Updated : 19 March 2022, 03:22 PM

দক্ষিণ আফ্রিকায় গত ২০ বছরে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলে জয়ের সঙ্গে পরিচয় ছিল না বাংলাদেশের। দীর্ঘ অপেক্ষার পালা শেষে অধরা সেই স্বাদ বাংলাদেশ পায় শুক্রবার। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন বিভাগেই দারুণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দেয় তামিম ইকবালের দল।

বাংলাদেশের আরেকটি আক্ষেপ ঘোচে এর আগের সফরে। বছরের শুরুতে ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডকে টেস্টে হারিয়ে দেশটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩৩তম দেখায় প্রথম জয় পায় তারা।

দক্ষিণ আফ্রিকায় জয়-খরা কাটানোর পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রথম ম্যাচে শেষ দিকে দারুণ বোলিংয়ে দলের জয়ে বড় অবদান রাখা মিরাজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বললেন, তাদের স্বপ্ন এখন অনেক বড়।

“স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি।

“এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।”