৩৫ বছর বয়সে পাকিস্তান দলে প্রথমবার আসিফ আফ্রিদি

পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন মনে লালন করে অপেক্ষায় আছেন সুযোগের। ৩৫ বছর বয়সে এসে আসিফ আফ্রিদির সেই স্বপ্ন পূরণের সম্ভাবনার পালে হাওয়া লেগেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে তিনি প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2022, 04:59 PM
Updated : 17 March 2022, 04:59 PM

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দুই সংস্করণের জন্য বৃহস্পতিবার আলাদা দুটি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আসিফ আফ্রিদি আছেন দুই দলেই। অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ হারিসকেও রাখা হয়েছে সীমিত ওভারের দুই সংস্করণের দলে। এই কিপার-ব্যাটসম্যান গত সেপ্টেম্বরে বাতিল হওয়া নিউ জিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে ছিলেন।

২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে পেশাদার ক্রিকেটের পথচলা শুরু করা আসিফ আফ্রিদি এখন পর্যন্ত খেলেছেন এই সংস্করণে ৩৫ ম্যাচ। এক সেঞ্চুরি, ৮ ফিফটিতে এক হাজার ৩০৩ রানের পাশাপাশি ১১৮ উইকেট নিয়েছেন ২৫.৩৭ গড়ে।

পরের বছর টি-টোয়েন্টি অভিষেক হওয়া এই অলরাউন্ডারের ৫৯ ম্যাচে এক ফিফটিতে রান ৪২৭, নিয়েছেন ৫৩ উইকেট। ২০১৬ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে পা রেখে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলে ৪ ফিফটিতে রান করেছেন ৫৭৬, উইকেট ৫৯টি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার পাকিস্তান দলে ডাক পেলেন আসিফ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের সবশেষ আসরে মূলতান সুলতান্সের হয়ে পাঁচ ম্যাচে ওভারপ্রতি ৬.৫২ রান দিয়ে নেন ৮ উইকেট।

২০ বছর বয়সী হারিস পিএসএলে নিজের বিস্ফোরক ব্যাটিংয়ের সামর্থ্য মেলে ধরেন। পেশাওয়ার জালমির হয়ে পাঁচ ম্যাচ খেলে রান করেন ১৬৬, স্ট্রাইক রেট ১৮৬.৫! এখন পর্যন্ত ৪টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৯টি লিস্ট ‘এ’ ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

দুই সংস্করণের দলেই ফিরেছেন হাসান আলি। গত বছরের শেষ দিকের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই পেসারকে দেওয়া হয় বিশ্রাম।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়া স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ আছেন সাদা বলের দুই সংস্করণেই। কিন্তু তাকে উতরাতে হবে ফিটনেস টেস্ট।

আগামী ২৯ মার্চ শুরু অস্ট্রেলিয়া-পাকিস্তানের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৫ এপ্রিল।

পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।