শুরুর জুটির পর বনার-হোল্ডারের লড়াই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2022 11:07 AM BdST Updated: 10 Mar 2022 11:07 AM BdST
-
ছুটছেন জেসন হোল্ডার, জো রুটের মাথায় হাত। ছবি: রয়টার্স।
-
লড়িয়ে ইনিংসের পথে এনক্রুমা বনারের শট। ছবি: রয়টার্স।
সকালে জেডেন সিলসের ছোবল, দুপুরে ক্রেইস ব্র্যাথওয়েটের স্ট্রোকের ছটা, বিকেলে এনক্রমা বনার ও জেসন হোল্ডারের লড়াই, সবকিছুর যোগফল ওয়েস্ট ইন্ডিজের দিন। তুমুল লড়াইয়ের প্রথম দিন শেষে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে এগিয়ে ছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনেও লড়াই জমে উঠল বেশ। দিনশেষে হাসি চওড়া বেশি ক্যারিবিয়ানদের।
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট ৩১১ রানে। বুধবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২০২।
ইংল্যান্ড দিন শুরু করে ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে। এ দিন আর বেশি দূর এগোতে পারেনি তারা। দিনের পঞ্চম ওভারেই জোড়া ধাক্কায় ইংলিশদের নাড়িয়ে দেন সিলস।
তার দুর্দান্ত এক শর্ট বল ক্রিস ওকসের গ্লাভসে ছোবল দিয়ে আশ্রয় নেয় কিপারের গ্লাভসে। নতুন ব্যাটসম্যান ক্রেইগ ওভারটন দ্বিতীয় বলেই ধরা পড়েন শর্ট লেগে।
১০৯ রান নিয়ে দিন শুরু করা বেয়ারস্টো কয়েকটি বাউন্ডারিতে রান বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আরেকপাশে মার্ক উডকে ফিরিয়ে দেন আলজারি জোসেফ।
সঙ্গীদের হারিয়ে দ্রুত রান তোলার চেষ্টায় কাটা পড়েন বেয়ারস্টোও। জোসেফকে স্লগ করতে গিয়ে তিনি আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে।
৪ উইকেটে এ দিন আর ৪৩ রান যোগ করতে পারে ইংলিশরা, ৩১ রানই করেন বেয়ারস্টো। তার দুর্দান্ত ইনিংস থামে ২৫৯ বলে ১৪০ রানে।

লড়িয়ে ইনিংসের পথে এনক্রুমা বনারের শট। ছবি: রয়টার্স।
ব্র্যাথওয়েট এমনিতে খুবই ধীরস্থির ও সময় নিয়ে ইনিংস গড়ার জন্য পরিচিতি হলেও এ দিন রান করতে থাকেন বলের সঙ্গে পাল্লা দেয়। দারুণ সব শট খেলতে থাকেন ক্যাম্পবেলও। ১০ ওভারেই ৪৪ তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
লাঞ্চের পরও আসতে থাকে ওভারপ্রতি চারের বেশি রান। ব্র্যাথওয়েট ফিফটি পূর্ণ করেন ৬২ বলে, তার ৭৫ টেস্টের ক্যারিয়ারে যা দ্রুততম। আগের সবচেয়ে দ্রুতগতির ফিফটি ছিল তার ৭০ বলে।
৮৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে ক্যাম্পবেলের বিদায়ে। ওভারটনের শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ৬ চারে ৩৫ রান করা ক্যাম্পবেল।
সেখান থেকে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর পালা। মার্ক উডের ১৪৭ কিলোমিটার গতির অনেক বাইরের বল তাড়া করে গালিতে ধরা পড়েন ব্র্যাথওয়েট (৭০ বলে ৫৫)।
দারুণ শুরুর পর শামার ব্রুকস (১৮) আউট হন বেন স্টোকসের বলে আলগা শটে। প্রথম স্পেলে খরুচ বোলিংয়ের পর ওকস সাফল্য পান জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে। ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন নড়বড়ে।
বনার ও হোল্ডারের লড়াই সেখান থেকেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন দুজন দারুণ দৃঢ়তায়। আলোকস্বল্পতায় যখন একটু আগেই শেষ হলো দিনের খেলা, দুজনের জুটিতে উঠে গেছে ততক্ষণে ৭৫। লিড পাওয়ার আশাও হয়ে উঠেছে উজ্জ্বল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১০০.৩ ওভারে ৩১১ (আগের দিন ২৬৮/৬) (বেয়ারস্টো ১৪০, ওকস ২৮, ওভারটন ০, উড ১, লিচ ৪*; রোচ ২১-৩-৮৬-২, সিলস ২২-৬-৭৯-৪, হোল্ডার ২১-১১-২৪-২, জোসেফ ২০.৩-২-৭০-২, পেরমল ১৩-৪-৩৫-০, ব্র্যাথওয়েট ৩-১-৭-০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৬.৫ ওভারে ২০২/৪ (ব্র্যাথওয়েট ৫৫, ক্যাম্পবেল ৩৫, ব্রুকস ১৮, বনার ৩৪*, ব্ল্যাকউড ১১, হোল্ডার ৪৩*; ওকস ১২-২-৫৪-১, ওভারটন ১৬-৩-৫৮-১, উড ১২-৩-২৪-১, লিচ ১৫.৫-৯-২৯-০, স্টোকস ৯-০-২০-১, রুট ২-০-১৪-০)
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে